ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

দ্বিতীয় টি-টোয়েন্টিতে জাদেজার বিধ্বংসী ব্যাটিংয়ে বড় রানের পুঁজি পেল ভারত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ০৯ ২২:১১:০০
দ্বিতীয় টি-টোয়েন্টিতে জাদেজার বিধ্বংসী ব্যাটিংয়ে বড় রানের পুঁজি পেল ভারত

বার্মিংহাম তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে গ্লিসনের আগুনে বোলিংয়ের পর লড়াই করেছেন রবিন্দ্র জাদেজা। তার ২৯ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ৮ উইকেটে ১৭০ রান করতে পেরেছে ভারত। অর্থাৎ ১৭১ রান করলেই সিরিজে সমতা ফেরাবে স্বাগতিক ইংল্যান্ড।

ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ভারতকে ঝড়ো সূচনাই এনে দেন অধিনায়ক রোহিত শর্মা ও উইকেটরক্ষক ব্যাটার রিশাভ পান্ত। দুজনের উদ্বোধনী জুটিতে ৪.৫ ওভারে আসে ৪৯ রান। ইনিংসের পঞ্চম ওভারে প্রথমবার আক্রমণে এসেই রোহিতকে ফিরিয়ে জুটি ভাঙেন গ্লিসন।

আউট হওয়ার আগে তিন চার ও দুই ছয়ের মারে ২০ বলে ৩১ রান করেন রোহিত। নিজের পরের ওভারে পরপর দুই বলে পান্ত ও বিরাট কোহলিকে আউট করেন গ্লিসন। কোহলি করেন ৩ বলে ১ রান। আক্রমণাত্মক শট করে গিয়ে থামেন ১৫ বলে ২৬ রান করা পান্ত।

এরপর সূর্যকুমার যাদব (১১ বলে ১৫), হার্দিক পান্ডিয়া (১৫ বলে ১২) ও দিনেশ কার্তিকরা (১৭ বলে ১২) হতাশ করেন। মাত্র ৮৯ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত। সেখান থেকে জাদেজার ৫ চারের মারে খেলা ২৯ বলে ৪৬ রানের ইনিংস ভারতকে পৌঁছে দেয় ১৭০ রানে।

অভিষিক্ত গ্লিসন ৪ ওভারে এক মেইডেনসহ মাত্র ১৫ রান খরচায় নিয়েছেন তিনটি উইকেট। যা ইংল্যান্ডের হয়ে এই ফরম্যাটে অভিষেক ম্যাচে দ্বিতীয় সেরা বোলিংয়ের রেকর্ড। এছাড়া ক্রিস জর্ডান ২৭ রান খরচায় নিয়েছেন চারটি উইকেট।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ