ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

মোঃ রাজিব আলী:

সাব এডিটর

ইতিহাসের সেরা লজ্জাজনক আম্পেয়ারিং, তামিমের প্রতিবাদ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ১১ ১০:৫৩:৫২
ইতিহাসের সেরা লজ্জাজনক আম্পেয়ারিং, তামিমের প্রতিবাদ

আউট হয়ে যাওয়ার সময় আম্পায়ারকে রীতিমত বকে গেলেন লিটন দাস। যা ছিল সত্যি লজ্জাজনক। ম্যাচের দ্বিতীয় ওভারের ঘটনা। আকিল হোসেনের বল ব্যাট ফাঁকি লিটন দাসের প্যাডে লাগলে আবেদন করে ওয়েস্ট ইন্ডিজ জবাবে প্রথমে আউট দেন আম্পায়ার। আর এর ফলো রিভিউ নিয়ে নেয় লিটন দাস। রিভিউতে দেখা যায় উইকেট আম্পায়ারস কল। এর পর আউট দিতে অনেক সময় নেয় আম্পায়ার। আম্পায়ারস কলের ফলে লিটনকে আউট দেয় আম্পায়ার। যেটা ক্ষেত্রে ধারাবাহিক ভাবে ঘটছে।

কেননা আম্পায়ারস কল সব সময় বোলিংয়ের পক্ষে যায়। আর বাংলাদেশের বিপক্ষে হলে তো কথায় নাই। যা ভালো চোখে দেখেননি লিটন দাস। যাওয়ার সময় লিটন দাসকে কড়াভাবে আম্পায়ারকে কিছু বলতে দেখা যাচ্ছিল। অন্যদিকে তামিম ইকবাল প্রতিবাদ করলেও উল্টো তামিমের ওপর চড়াও হয় আম্পায়ার। বাংলাদেশের বিপক্ষে আম্পেয়ারদের কেন যে এমন সিদ্ধান্ত তা যেন রহস্যই থেকে যাচ্ছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ