ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

মোঃ রাজিব আলী:

সাব এডিটর

ইতিহাসের লজ্জাজনক বাজে আম্পায়ারিং: সহজ আউটকে নট আউট ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ১১ ১৩:০৫:০১
ইতিহাসের লজ্জাজনক বাজে আম্পায়ারিং: সহজ আউটকে নট আউট ঘোষণা

আর বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচে আবার সেই আম্পায়ারিং বিতর্ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংসের প্রথম উইকেট তুলে নেয় মুস্তাফিজ। তৃতীয় ওভারের শেষ বলে রকসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে নাসুম আহমেদ জোরালো আবেদনে আউট দেয় আম্পায়ার। কিন্তু রকস রিভিউ নেয়। তবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান সেখানে রিভিউ নিলে উইকেটে ভালোভাবে পর্যালোচনা না করেই সেটিকে আবার নট আউট দিয়ে দেয় আম্পায়ার। আর সেখানেই আম্পায়ারের উপরে রেগে যান তামিম ইকবাল।

আর মাঠের বাইরে থেকেও হতাশ হয়েছেন রাসেল ডমিঙ্গো। যদি আপনি ভালভাবে লক্ষ করেন তাহলে দেখবেন বলটি ব্যাটে আসার আগেই ব্যাটটি ব্যাটসম্যানের প্যাডে বারে বার হিট করেছিল, সেটি স্পষ্ট বুঝা যাচ্ছিলো, তবে এই সমস্যাটাকে কঠিন বানিয়ে ফেলে আম্পায়ার। বারবার পর্যালোচনা করে সহজ আউটকে নট আউট ঘোষণা কর আম্পায়ার।

যদিও ভালো ভাবে লক্ষ্য করলে দেখা যায় বল তার ব্যাটে না আগে প্যাডে লেগেছে আর ব্যাট প্যাটে লেগে গ্র‌্যাফ লড়ছে। কিন্তু আম্পায়ার এটাকে ভালো ভাবে না দেখে নট আউট ঘোষণা করে। এই সিদ্ধান্তকে সহজভাবে মেনে নিতে পারেনি তামিম ইকবাল আম্পায়ারের সাথে বেশ কিছুক্ষণ ধরে তর্ক করছিলেন। আর মাঠের বাইরে থেকেও হাতাশা প্রকাশ করেন কোচ রাসেল ডোমিঙ্গ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ