ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বাংলাদেশের সেরা চার অধিনায়কের নাম প্রকাশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ১৩ ১১:৪৪:২২
বাংলাদেশের সেরা চার অধিনায়কের নাম প্রকাশ

১। বর্তমান ক্যাপ্টেন তামিম ইকবালঃ

ক্যাপ্টেন হিসেবে তামিম ২২ ম্যাচে ২২ ইনিংসে ৬৭৮ রান করেছেন ৩২.২৮ গড়ে, স্ট্রাইক রেট ৭৭.৩০ , সেখানে আছে ১ সেঞ্চুরি ও ৫ টা ফিফটি।

২। মাশরাফি বিন মর্তুজাঃ সাবেক অধিনায়ক

৮৮ ম্যাচে ৮৮ ইনিংসে ৩০ মেইডেন ওভার দিয়ে ম্যাশ উইকেট নিয়েছেন ১০২ টা যার গড় ৩৫.৮৫ ও ইকোনমি ৫.১৪, ৪ উইকেট নিয়েছেন ২ বার।

৩। মুশফিকুর রহিমঃ

৩৭ ম্যাচে ৩৫ ইনিংসে ব্যাট হাতে নেমে ১০৬৫ রান করেছেন ৩৪.৩৫ গড়ে যার স্ট্রাইক রেট ৭৭.৬২ , ১ সেঞ্চুরি ও ৭ ফিফটি মেরেছেন তিনি।

৪। সাকিব আল হাসানঃ

ব্যাট হাতেঃ

৫০ ম্যাচে ৪৮ ইনিংসে ১৫৪৭ রান করেছেন ৩৫.৯৭ গড়ে যার স্ট্রাইক রেট ৮৭.৩০ , ৩ সেঞ্চুরি ও ৯ ফিফটি মেরেছেন সাকিব।

বল হাতেঃ

৫০ ম্যাচে ৪৯ ইনিংসে ২২ মেইডেন ওভার দিয়েছেন। উইকেট নিয়েছেন ৬৮ টা যার গড় ২৯.২৩ ও ইকোনমি ৪.৬৩, ৪ উইকেট নিয়েছেন ৩ বার।

পরিসংখ্যান অনুযায়ী ক্যাপ্টেন হিসেবে দলের সেরা পারফর্মার ছিলেন সাকিব আল হাসান, নিজে পারফর্ম করে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার গুন একমাত্র সাকিবের সব থেকে বেশি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ