ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

বিশ্রাম ছাড়া টানা ১৩ বছর খেলেছি, খেলেই ছন্দে থেকেছি: গাঙ্গুলি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ১৩ ১৬:১১:০৯
বিশ্রাম ছাড়া টানা ১৩ বছর খেলেছি, খেলেই ছন্দে থেকেছি: গাঙ্গুলি

রানখরায় থাকায় এমনিতেই শুনতে হচ্ছে নানান সমালোচনা। তার ওপর যোগ হয়েছে বিশ্রাম নিয়ে নতুন আলোচনা। ইংল্যান্ড সফরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল কোহলিসহ একমাত্র টেস্ট খেলা বাকি সদস্যদের।

এছাড়া আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দলেও রাখা হয়নি ভারতের এ সাবেক অধিনায়ককে। পাশাপাশি শোনা যাচ্ছে, ক্যারিবীয় সফরের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটিও খেলবেন না কোহলি। তার এমন একের পর এক বিশ্রামে রীতিমতো বিরক্ত ভারতের সাবেক ক্রিকেটাররা।

এমনকি ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলিও এ বিশ্রামের বিপক্ষে মুখ খুলেছেন। তিনি সরাসরি কোনো ক্রিকেটারের বিপক্ষে কিছু বলেননি। তবে নিজের খেলোয়াড়ি সময়ে যে কখনও এমন বিশ্রাম নেননি সেটি মনে করিয়ে দিয়েছেন দাদাখ্যাত এ ক্রিকেটার।

দ্য টেলিগ্রাফকে গাঙ্গুলি বলেন, ‘কোনো বিশ্রাম না নিয়ে ১৩ বছর ভারতের হয়ে খেলেছি। কোনো সিরিজ, কোনো ট্যুরে বিশ্রাম নিইনি। এখনকার ক্রিকেটাররা যেমন অনেক বিশ্রাম নেয়, তেমন কিছু করিনি। আমার ১৭ বছরের ক্যারিয়ারে দল থেকে বাদ যাওয়া ওই চার-ছয় মাসই পুরো ক্যারিয়ারে এক মাত্র বিরতি।’

ভারতের এ সাবেক অধিনায়ক মনে করেন, খেলার মধ্যে ছন্দে থাকা যায়। পিটিআইয়ে তিনি বলেছেন, ‘আমি সারা জীবন একটা জিনিস বিশ্বাস করেছি। যত খেলবো, তত ছন্দে থাকবো, ফিট থাকবো। আন্তর্জাতিক ক্রিকেটে প্রচুর ম্যাচ খেলতে হবে। বেশি ম্যাচ খেললেই শারীরিকভাবে কঠিন হয়ে উঠবে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ