ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বোলিং র‍্যাংকিংয়ে ইতিহাস গড়লেন বুমরাহ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ১৩ ১৬:৪৮:১১
বোলিং র‍্যাংকিংয়ে ইতিহাস গড়লেন বুমরাহ

বুধবার প্রকাশিত আইসিসি ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়ে শীর্ষস্থান দখল করেছেন ভারতীয় তারকা। এই ম্যাচের আগেও ছয় নম্বরে ছিলেন বুমরাহ। ইংলিশদের গুঁড়িয়ে দিয়ে পাঁচ ধাপ এগিয়েছেন তিনি। বর্তমানে ৭১৮ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছেন এক নম্বরে।

বুমরাহর কাছে শীর্ষস্থান হারানো ট্রেন্ট বোল্ট ৭১২ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছেন দুই নম্বরে। পরের তিন স্থানে রয়েছেন যথাক্রমে শাহিন আফ্রিদি (৬৮১), জশ হ্যাজলউড (৬৭৯) ও মুজিব উর রহমান (৬৭৬)। তালিকায় ৬৭৫ রেটিং নিয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে মেহেদি হাসান মিরাজ সবার ওপরে।

একইদিন প্রকাশিত আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন ভারতের তারকা ব্যাটার সুর্যকুমার যাদব। গতবছরের শেষ দিকে অভিষেক হওয়া এ ডানহাতি ব্যাটার এক লাফে ৪৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন পাঁচ নম্বরে। ইংল্যান্ডের বিপক্ষে ১১৭ রানের ইনিংসের সুবাদে এত বড় লাফ দিলেন তিনি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ