ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

পর পর উইকেট তুলে নিলেন মোসাদ্দেক ও নাসুম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ১৩ ২০:২৯:৫২
পর পর উইকেট তুলে নিলেন মোসাদ্দেক ও নাসুম

ইনিংসের ১১তম ওভারে বল হাতে এসে প্রথম বলটি ডট দেন মোসাদ্দেক। দ্বিতীয় বলে এক রান নিয়ে মায়ার্সকে স্ট্রাইক দেন শাই হোপ। ওভারের তৃতীয় বলটি গুড লেন্থে আর্ম বল করেন। মায়ার্স সামনের পা বাড়িয়ে রক্ষণাত্মক খেলতে গিয়ে বলের লাইন এবং লেন্থ মিস করেন। বল গিয়ে আঘাত হানে স্ট্যাম্পে। ৩৬ বলে ১৭ রান করে মায়ার্স ফেরেন উইন্ডিজের দলীয় মাত্র ২৭ রানের মাথায়।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। শুরু থেকেই উইন্ডিজ ব্যাটারদের চাপে রাখে টাইগার বোলাররা। নাসুম আহমেদ, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন এবং মোস্তাফিজুর রহমান মিলে ডট বল করে কিপ্টে বোলিং করতে থাকেন। প্রথম ১০ ওভারে মাত্র ২৬ রান তুলতে পারে উইন্ডিজ। রকসকে বোল্ড করে ফেরালেন নাসুম।

এই রিপোর্ট লেখা অবধি উইন্ডিজের সংগ্রহ ১৩.৫ ওভারে ২ উইকেটে ৩৯ রান। হোপ ৯ অপরাজিত আছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ