তাসকিনকে একাদশে বাইরে ও শান্ত ওপেনিংয়ে জানা গেল আসল কারণ

দুর্দান্ত বোলিং করতে থাকা তাসকিন আহমেদ ছিলেন না দ্বিতীয় ওয়ানডের একাদশে। তারপর ব্যাটিংয়ের সময় নিয়মিত ওপেনার লিটন দাসের বদলে নাজমুল হোসেন শান্তকে নিয়ে ইনিংসের সূচন করতে নামেন তামিম। অবশ্য দুটি পরিবর্তনই কাজে লেগেছে।
তামিমের বদলে একাদশে সুযোগ পাওয়া স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত কাল দুর্দান্ত বোলিং করেছেন। বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেওয়া মোসাদ্দেক ১০ ওভারে মাত্র ৩৭ রান খরচ করেছেন। আর লিটনের বদলে ওপেনিংয়ে নামা শান্তর সঙ্গে তামিমের শুরুর জুটি হয়েছে ৪৮ রানের, যেটা স্পিনবান্ধব উইকেটে রান তাড়ায় বড় ভূমিকা রেখেছে।
ম্যাচ শেষে দুই পরিবর্তনের ব্যাখ্যা দিয়েছেন তামিম। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে স্পিনবান্ধব উইকেটে একজন বাড়তি স্পিনিং অলরাউন্ডারের প্রয়োজন মনে করাতেই বলি হতে হয়েছে তাসকিনকে বলেছেন তামিম, ‘তাসকিনের বাদ পড়াটা খুবই দূর্ভাগ্যজনক। ও খুবই ভালো বোলিং করছে। কিন্তু কাল (পরশু) যখন উইকেট দেখতে এলাম, আমাদের মনে হয়েছে দলে হয়তো একজন বাড়তি স্পিনার দরকার। সঙ্গে একটা বাড়তি ব্যাটসম্যান থাকলেও ভালো হয়। এই উইকেটে পর পর দুটি উইকেট হারানো যাবে না। বল খুব বেশি স্পিন করছিল। এ জন্যই পরিবর্তন। পুরোটাই কৌশলগত।'
আর উইকেট ও প্রতিপক্ষের বোলিং আক্রমণ বিবেচনায় লিটনের বদলে শান্তকে নিয়ে ওপেনিংয়ে নেমেছিলেন বলেছেন তামিম। অধিনায়ক জানিয়েছেন, সিদ্ধান্তটা এসেছিল লিটনের পক্ষ থেকেই, ‘আমি বলব ওটা ছিল লিটনের অসাধারণ একটা সিদ্ধান্ত। ফিল্ডিংয়ের শেষের দিকে ও এসে আমাকে বলল, “ভাই যদি আপনারা দুইজন ওপেন করেন তাহলে কেমন হয়?” বাঁহাতি বোলাররা ওদের অস্ত্র ছিল, এজন্যই তার এটা বলা। আমি মনে করি ওর সিদ্ধান্তটা অসাধারণ ছিল।’
শান্ত অবশ্য নিজের কাজটা পুরোপুরি করতে পারেননি। ৩৬ বলে ২০ রান করে বাজে শটে আউট হয়ে ফিরেছেন। তবে তামিম এই অবদানকে বড়ই মনে করছেন।
তামিম বলেন, ‘বল অনেক ঘুরছিল, ফলে ডানহাতিদের জন্য কঠিন হতো। আমি আর শান্ত (নাজমুল) উইকেটে গিয়ে আলোচনা করছিলাম, রান কম হলেও ক্ষতি নেই। ওদের ওভারগুলো (ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার) শেষ হয়ে গেলেও আমাদের হাতে ৩০ ওভারের মতো থাকবে। আলহামদুলিল্লাহ আমাদের ৪৮ রানের একটা ভালো জুটি হয়েছে। ৪৮ রান দেখতে কম লাগতে পারে, তবে এই উইকেটে ৪৮–ই ১০০ রানের তো।’
অধিনায়কের কাছ থেকে বাহবাই পাাচ্ছেন শান্ত। তামিম বলেন, ‘শান্ত (নাজমুল) যতক্ষণ ব্যাটিং করেছে ভালো করেছে। এসব উইকেটে ব্যাটিং দেখে কিছু বিচার করা উচিত নয়। উইকেট খুবই কঠিন ছিল। মিরপুরের চেয়েও খারাপ উইকেট। এ উইকেটে কোন ডেলিভারিতে আউট হয়ে যাবেন, আপনি জানেন না। আসলে এখানে ১৫০ আর ২৫০-এর খেলা। (নাজমুল) যতক্ষণ ব্যাটিং করেছে ভালো করেছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- দেশের রাজনীতি নতুন মোড়: সেনাপ্রধানের শঙ্কাই সত্যি হতে চলেছে
- শেষ হলো বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- শেষ হলো বাংলাদেশ বনাম পার্থ স্কর্চার্সের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- জামায়াত, বিএনপি, এনসিপি অনড়, সত্যি হতে চলেছে সেনা প্রধানের ভবিষ্যদ্বাণী
- প্রকৌশল খাতের ৫ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি
- বিদেশি বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে চার কোম্পানির শেয়ার
- চমক দেখালো ‘বি’ ক্যাটাগরির শেয়ার
- রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে তোলপাড়, নীরব বিদায়ের ইঙ্গিত?
- বিক্রেতা সংকট: সর্বোচ্চ দরবৃদ্ধি পেয়ে হল্টেড ৮ কোম্পানি
- বিক্রেতা সংকটে হল্ডেট ৩ কোম্পানি
- আজকের সকল দেশের টাকার রেট(১৮ আগস্ট ২০২৫)
- ‘বি’ ক্যাটাগরির শেয়ারে চমক
- চলতি সপ্তাহে ৭ কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে
- সাত কোম্পানির শেয়ার বছরের সর্বোচ্চ দামে লেনদেন
- বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ৮ কোম্পানির শেয়ার