শেষ হলো ইংল্যান্ড বনাম ভারতের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

২৪ রানে ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডের বড় জয়ের নায়ক টপলি। ওয়ানডেতে এর আগে কখনও চার উইকেটের বেশি পাননি। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪০ ওভারের আগেই থমকে গেছে ভারত।
আগের ম্যাচের মতো এতো ঘাস ছিল না উইকেটে। তবে শুরুর আর্দ্রতা কাজে লাগাতে টস জিতে বোলিং নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বুমরাহ ও মোহাম্মদ শামি কঠিন পরীক্ষায় ফেলেন ইংলিশ ওপেনারদের। অসংখ্যবার একটুর জন্য ব্যাটের কানা নেয়নি বল, দুয়েকরবার কানা নিলেও একটুর জন্য হাতে যায়নি ক্যাচ।
কঠিন সময় পার করে দিয়ে হার্দিক পান্ডিয়ার লেগ স্টাম্পে করা হাফ ভলিতে ফ্লিক করে সীমানায় ধরা পড়েন জেসন রয়।
আগের ম্যাচের কথা ভেবেই হয়তো ইনিংসের শুরুতে সাবধানী ছিলেন ইংলিশ ব্যাটসম্যানরা। ধীরে ধীরে জুটি গড়ে উঠছিল জনি বেয়ারস্টো ও জো রুটের মধ্যে। যুজবেন্দ্র চেহেলকে স্লগ করার চেষ্টায় বোল্ড হয়ে যান বেয়ারস্টো। এরপর রুট ও স্টোকসকে দ্রুত বিদায় করেন ভারতীয় লেগ স্পিনার। মাঝে বাটলারকে বোল্ড করে দেন শামি।
১ উইকেটে ৭২ থেকে ইংল্যান্ডের স্কোর হয়ে যায় ১০২/৫। সেখান থেকে ৪৬ রানের জুটিতে দলকে টানান চেষ্টা করেন মইন আলি ও লিয়াম লিভিংস্টোন। পান্ডিয়ার শর্ট বল ছক্কায় ওড়ানোর চেষ্টায় সীমানায় ক্যাচ দিয়ে শেষ হয় লিভিংস্টোনের ইনিংস।
তখনও ইংল্যান্ডকে দুইশ রানের নিচে থামিয়ে দেওয়ার খুব ভালো সম্ভাবনা ছিল। তবে ১ রানে ডেভিড উইলিকে জীবন দিয়ে বিপদ টেনে আনেন হার্শাল প্যাটেল। বেঁচে গিয়ে মইনের সঙ্গে ৬২ রানের জুটি গড়েন উইলি।রানের গতি বাড়ানোর মুহূর্তে মইনকে (৬৪ বলে ৪৭) থামান চেহেল। তবে উইলির ৪৯ বল স্থায়ী ৪১ রানের ইনিংসের সৌজন্যে আড়াইশ রানের কাছাকাছি যায় ইংল্যান্ডের রান।
তিন মিডল অর্ডার ব্যাটসম্যান লিভিংস্টোন, মইন ও উইলির ইনিংস গড়া দুটি করে ছক্কা ও চারে।
৪৭ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার চেহেল। পান্ডিয়া ও বুমরাহ নেন দুটি করে উইকেট।
লক্ষ্য তাড়ায় শুরু থেকে রানের জন্য ভুগতে হয় ভারতের। ব্যাট থেকে প্রথম রান আসে পঞ্চম ওভারে!
এর আগেই শূন্য রানে রোহিতকে থামান টপলি। দুই অঙ্ক ছোয়ার আগেই বিদায় কট বিহাইন্ড করে থামান শিখর ধাওয়ানকে। তিনটা চার মেরে আত্মবিশ্বাসী শুরু করলেও ১৬ রানে বিদায় নেন কোহলি। শূন্য রানে থামেন রিশাভ পান্ত।
৩১ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারানো ভারত আর ম্যাচে ফিরতে পারেনি। টপ অর্ডারের ব্যর্থতার পর দলকে টানতে পারেনি মিডল অর্ডার। সফরকারীদের ইনিংসে নেই কোনো পঞ্চাশ ছোঁয়া জুটি। কোনো ব্যাটসম্যান যেতে পারেননি ত্রিশ পর্যন্ত।
সর্বোচ্চ ২৯ রান করেন পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা। দুই জনেই খেলেন ৪৪ বল। একটি করে ছক্কা চারে ২৯ বলে ২৭ রান করা সূর্যকুমার যাদব ছিলেন সাবলীল। তাকে বিদায় করে ভারতকে বড় একটা ধাক্কা দেন টপলি। পরে শামি, চেহেল ও প্রসিধ কৃষ্ণাকে দ্রুত ফিরিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট স্বাদ পান এই পেসার। দারুণ বোলিংয়ে ব্যবধান গড়ে দিয়ে তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
আগামী রোববার ম্যানচেস্টারে হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৪৯ ওভারে ২৪৬ (রয় ২৩, বেয়ারস্টো ৩৮, রুট ১১, স্টোকস ২১, বাটলার ৪, লিভিংস্টোন ৩৩, মইন ৪৭, উইলি ৪১, ওভারটন ১০*, কার্স ২, টপলি ৩; শামি ১০-০-৪৮-১. বুমরাহ ১০-১-৪৯-২, পান্ডিয়া ৬-০-২৮-২, প্রসিধ ৮-০-৫৩-১, চেহেল ১০-০-৪৭-৪, জাদেজা ৫-০-১৭-০)
ভারত: ৩৮.৫ ওভারে ১৪৬ (রোহিত ০, ধাওয়ান ৯, কোহলি ১৬, পান্ত ০, সূর্যকুমার ২৭, পান্ডিয়া ২৯, জাদেজা ২৯, শামি ২৩, বুমরাহ ২*, চেহেল ৩, প্রসিধ ০; টপলি ৯.৫-২-২৪-৬, উইলি ৯-২-২৭-১, কার্স ৭-০-৩২-১, ওভারটন ৭-০-২২-০, মইন ৪-০-৩০-১, লিভিংস্টোন ২-১-৪-১)
ফল: ইংল্যান্ড ১০০ রানে জয়ী
সিরিজ: তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা
ম্যান অব দা ম্যাচ: রিস টপলি
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে কারসাজির চক্র: দুর্বল কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন
- ৩ কোম্পানির কারখানায় ঝুলছে তালা, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- ৮ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা, ছয় কোম্পানির বিনিয়োগকারীরা খেলো ধাক্কা
- শেয়ারবাজার স্থিতিশীলতায় আইসিবির বিশেষ তহবিল থাকবে ২০৩২ সাল পর্যন্ত
- শেষ হলো বাংলাদেশ বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্সের বাঁচা মরার ম্যাচ
- রপ্তানি আয়ের ৮ হাজার কোটি টাকা গায়েব: কেয়া গ্রুপ ও চার ব্যাংককে তলব
- এশিয়া কাপ ২০২৫: তিন ওপেনার নিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
- ভারত বনাম বাংলাদেশ : ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- ভারত বনাম বাংলাদেশ: গোল, গোল, ৮০ মিনিটের খেলা শেষ
- বদলে গেল ফোনের ডায়াল প্যাড, জানুন আসল কারণ ও আগের অবস্থায় ফেরানোর উপায়
- শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠান বোর্ড সভার তারিখ ঘোষণা
- বীমা খাতে সুবাতাস, দ্বিতীয় প্রান্তিকে ১৯ কোম্পানির মুনাফায় উল্লম্ফন
- বদলে গেল আপনার ফোনের ডায়াল প্যাড, আতঙ্ক নয় সমাধান আছে, জেনে নিন
- এশিয়া কাপ 2025 : বাংলাদেশের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো বিসিবি
- গুজব না সত্য: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হাসিনার পদত্যাগপত্র খুঁজে পায়নি