ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সৌম্য-সাব্বিরকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা করলো বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ১৫ ১২:০৩:২৮
সৌম্য-সাব্বিরকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা করলো বিসিবি

এদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরের স্কোয়াডে সুযোগ পেয়েছেন সৌম্য সরকারও। রাজশাহীতে হাই পারফরম্যান্স ইউনিটের বিপক্ষে চারদিনের ম্যাচে ব্যাট হাতে ৮১ রানের ইনিংস খেলেছিলেন বাঁহাতি এই ব্যাটার।

আগামী আগস্টে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ এবং তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। ৪ আগস্ট মাঠে গড়াবে সিরিজের প্রথম চারদিনের ম্যাচ। দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচটি শুরু হবে ১০ আগস্ট।

চারদিনের ম্যাচের সিরিজ শেষে ৫০ ওভারের ম্যাচ খেলতে নামবে দল দুটি। সিরিজের প্রথম ৫০ ওভারের ম্যাচ হবে ১৬ আগস্ট। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৮ ও ২০ আগস্ট। সবগুলো ম্যাচই হবে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে।

বাংলাদেশ ‘এ’ দল (চার দিনের ম্যাচ): সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, ফজলে রাব্বি মাহমুদ, শাহাদাত হোসেন দিপু, জাকের আলী অনিক, নাঈম হাসান, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃত্যুঞ্জয় চৌধুরী, এনামুল হক বিজয়

বাংলাদেশ ‘এ’ দল (ওয়ানডে ম্যাচ): সৌম্য সরকার, সাইফ হাসান, নাইম শেখ, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, জাকের আলী অনিক, সাব্বির রহমান, নাঈম হাসান, রাকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃত্যুঞ্জয় চৌধুরী

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ