ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

শ্রীলঙ্কাকে অলআউট করে উল্টো বিপদে পাকিস্তান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ১৬ ২১:১৫:২০
শ্রীলঙ্কাকে অলআউট করে উল্টো বিপদে পাকিস্তান

ম্যাচের প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে ২৪ রান। লঙ্কানদের চেয়ে এখনও ১৯৮ রানে পিছিয়ে রয়েছে তারা। নিজেদের প্রথম ইনিংসে ৬৬.১ ওভার খেলে ২২২ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। শেষ দুই উইকেটেই তারা যোগ করেছে ৮৯ রান।

দেড়শোর আগেই অলআউট হতে পারতো শ্রীলঙ্কা। মাত্র ১৩৩ রানেই সাজঘরে ফিরেছিল লঙ্কানদের ৮ ব্যাটার। সেখান থেকে নবম উইকেটে ৪৪ ও দশম উইকেটে ৪৫ রানের জুটি পেয়েছে স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন দিনেশ চান্দিমাল।

এছাড়া দশ নম্বরে নামা মহেশ থিকশানা খেলেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস। ডানহাতি ওপেনার ওশাদা ফার্নান্দোর ব্যাট থেকে এসেছে ৩৫ রান। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। হাসান আলি ও ইয়াসির শাহর শিকার ২টি করে উইকেট।

পরে শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে নির্বিঘ্নে দিনটি পার করতে পারেননি পাকিস্তানের দুই ওপেনার ইমাম উল হক ও আব্দুল্লাহ শফিক। ইমাম ২ ও আব্দুল্লাহ আউট হয়েছেন ১৩ রান করে। অধিনায়ক বাবর আজম ৩ ও অভিজ্ঞ আজহার আলি ১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ