তাইজুলের ইতিহাস গড়া বোলিংয়ে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

নিজের দ্বিতীয় ওভারে এসেও বাংলাদেশকে উইকেট এনে দেন তাইজুল। বাঁহাতি এই স্পিনারের ঝুলিয়ে দেয়া বলে উইকেট থেকে বেরিয়ে এসে কভার দিয়ে খেলতে চেয়েছিলেন শাই হোপ। তবে বল ব্যাটকে ফাঁকি দিয়ে উইকেটকিপার নুরুল হাসান সোহানের গ্লাভসে পাড়ি জমান। সুযোগ পেয়ে হোপকে স্টাম্পিং করতে ভুল করেননি সোহান। তাতে মাত্র ২ রানে আউট হয়ে সাজঘরে ফিরে যেতে হয় হোপকে।
তাইজুলের পরের ওভারে বোলিং এসে উইকেটের দেখা পান মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারের গুড লেংথের শর্ট ডেলিভারিতে অ্যাক্রোস দ্য লাইন খেলতে চেয়েছিলেন শামাহ ব্রুকস। তবে লেংথ মিস করে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন ডানহাতি এই ব্যাটার। আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে না পারায় নিকোলাস পুরানের সঙ্গে আলোচনা করে রিভিউ নেন ব্রুকস। তবে রিপ্লেতে দেখা যায় বল মিডল স্টাম্পের ঠিক ওপরে আঘাত হানে। তাতে আম্পায়ার্স কলে গ্যাঁড়াকলে পড়ে ৪ রানে সাজঘরে ফেরেন ব্রুকস।
১৬ রানে ৩ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ে তুলেছেন পুরান ও কেচি কার্টি। তাদের দুজনের জমে ওঠা জুটি ভাঙেন নাসুম আহমেদ। বাঁহাতি এই স্পিনারের শর্ট অব লেংথ ডেলিভারিতে মিড অনের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে খানিকটা উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন কার্টি। ডানহাতি এই ব্যাটার ৩৩ রানে ফিরলে ভাঙে পুরানের সঙ্গে তার ৬৭ রানের জুটি।
এরপর রভম্যান পাওয়েলকে নিয়ে আরেকটি জুটি গড়েন পুরান। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি তাইজুল। তিনি ১৮ রান পাওয়েলকে বোল্ড করে ফিরিয়েছেন। তাইজুলের গুড লেন্থের বলের লাইন মিস করেছিলেন পাওয়েল আর তাতেই তার স্টাম্প ছত্রভজ্ঞ হয়ে যায়।
অন্য প্রান্ত থেকে সঙ্গ না পেলেও পুরান ৯৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। ব্যাট হাতে কিছুটা ধীর হলেও তার ইনিংসটি ছিল বেশ কার্যকর। দ্রুত আউট হয়েছেন কিমো পলও। তিনি তাইজুলের ফ্লাইটেড ডেলিভারির বল তাড়া করতে গিয়ে স্টাম্পিং হয়েছেন। এরপর আকিল হোসাইনকে বোল্ড করে আউট করেছেন মোসাদ্দেক হোসেন। নিজের শেষ ওভার করতে এসে তাইজুল বোল্ড করেছেন একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকা পুরানকে। ১০৯ বলে ৭৩ রান করা পুরান ডাউন দ্য ট্রেক খেলতে এসে বলের লাইন মিস করে বোল্ড হন।
আর তাতেই ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ৫ উইকেটের দেখা পেয়ে গেছেন তাইজুল। ১০ ওভারে মাত্র ২৮ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। এর আগে ওয়ানডেতে তাঁর সেরা বোলিং ছিল ১১ রানে ৪ উইকেট। সেটা তার অভিষেক ম্যাচে ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে।
শেষদিকে ক্যারিবীয় ব্যাটার গুরাকেশ মোতি মুস্তাফিজের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে ইন সাইড এজ হয়ে বোল্ড হন। ১৯ রান করা রোমারিও শেফার্ডকে বোল্ড করে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ইতি টেনেছেন নাসুম।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ- ১৭৮/১০ (৪৮.৪ ওভার) (পুরান ৭৩, কার্টি ৩৩, পাওয়েল ১৮, শেফার্ড ১৯; তাইজুল ৫/২৮, মুস্তাফিজ ২/২৪)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: লাইভ দেখুন এখানে
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: লাইভ দেখুন এখানে
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচ দেখুন স্কোর
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: জানুন হেড টু হেড পরিসংখ্যান
- শিক্ষকদের জন্য সুখবর: বাড়ল বাড়ি ভাড়া
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: পাওয়ার প্লেতে ৩ উইকেট, লাইভ দেখুন এখানে
- দুই কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা আসছে ডিভিডেন্ড
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম আফগানিস্তান, সেভিয়া বনাম বার্সেলোনা
- মশিউর সিকিউরিটিজের লেনদেন স্থগিত, বিনিয়োগকারীদের শেয়ার স্থানান্তরের নির্দেশ ডিএসইর
- নতুন পে স্কেল: সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন হিসাব হবে যে নিয়মে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- সরকারি চাকরিজীবীদেরজন্য সুসংবাদ! ১০ বছর পর বেতন দ্বিগুণ হচ্ছে
- আজকের সকল দেশের টাকার রেট(৫ অক্টোবর ২০২৫)
- আফগানিস্তানকে নাকানি-চোবানি খাইয়ে সিরিজে স্পিনার হলেন ম্যান অফ দ্যা সিরিজ!