ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

আসল রহস্য ফাঁস: যে কারণে তামিম চাওয়ার পরও সুযোগ মেলেনি বিজয়-এবাদতদের

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ১৭ ১০:৪৬:২৫
আসল রহস্য ফাঁস: যে কারণে তামিম চাওয়ার পরও সুযোগ মেলেনি বিজয়-এবাদতদের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে শুরু থেকেই দাপট দেখিয়েছে বাংলাদেশ। বিশেষ করে স্পিনে রীতিমতো নাখাল হয়েছে ক্যারিবিয়ানরা। শুরুর দুই ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই তাদের পাত্তাই দেয়নি বাংলাদেশ। তাই শেষ ম্যাচে 'সাইড বেঞ্চের' খেলোয়াড়দের বাজিয়ে দেখার সুযোগ ছিল।

অবশ্য দ্বিতীয় ওয়নডে জেতার পর তামিম জানিয়েছিলেন, শেষ ম্যাচে দলে বড় পরিবর্তন আসবে। প্রয়োজনে তিনি নিজে খেলবেন না, তারপরও 'সাইড বেঞ্চের' খেলোয়াড়দের সুযোগ করে দেবেন বাংলাদেশের অধিনায়ক। এমনকি কোচ রাসেল ডমিঙ্গোও দ্বিতীয় ম্যাচের পর বলেছিলেন, আগামী বিশ্বকাপে তাকিয়ে এসব ম্যাচে কয়েকজন ক্রিকেটার বাজিয়ে দেখতে চান তারা।

তামিম বলেন, 'এটা আমি অবশ্যই করতে চেয়েছিলাম। তবে ম্যানেজমেন্টের সঙ্গে যখন কথা বলেছি, তখন তারা মনে করেছে যে পূর্ণ শক্তির দল নিয়েই নামা উচিত। আমরা সেটাই করেছি।'

বাংলাদেশের অধিনায়ক আরও বএলন, 'একটাই পরিবর্তন করার কথা ছিল, কারণ আমরা জানতাম যে একই উইকেটে খেলব। তখন একজন পেস বোলারকে কমিয়ে তাইজুলকে খেলানোর সিদ্ধান্ত হয়। আমি যে কথাটি বলেছিলাম, তা অবশ্যই আমার ইচ্ছা ছিল। তবে যেটা ম্যানেজমেন্ট বলেছে, তাতেও আমি ‘কনভিন্সড।’ দল যখন ভালো করছে, শেষটাও ভালোভাবে করা উচিত।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ