ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

নতুন এফটিপিতে নিউজিল্যান্ড পাকিস্তানের থেকে বেশি ম্যাচ খেলবে বাংলাদেশ, সূচি প্রকাশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ১৭ ১৭:৫২:৫৯
নতুন এফটিপিতে নিউজিল্যান্ড পাকিস্তানের থেকে বেশি ম্যাচ খেলবে বাংলাদেশ, সূচি প্রকাশ

তবে আগামী চার বছরের ফিউচার ট্যুর প্রোগ্রামে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশের। ক্রিকইনফো বলছে ২০২৩ থেকে ২০২৭ সাল-আইসিসির পরবর্তী দুই টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে বাংলাদেশ খেলবে ৩৪ টি টেস্ট ম্যাচ। যার মধ্যে ২০২৫-২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ।

এছাড়াও একই সময় ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। টেস্ট মর্যাদা পাওয়ার পর ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরে টেস্ট খেলে এসেছিল বাংলাদেশ। এর পর আর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলা হয়নি বাংলাদেশের। সর্বশেষ ২০১৬ সালে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল ইংল্যান্ড।

২০২৩ থেকে ২০২৭ সাল-আইসিসির পরবর্তী দুই টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে সবচেয়ে বেশি ম্যাচ খেলবে ইংল্যান্ড। তারা খেলবে ৪২ টি টেস্ট ম্যাচ। এরপরই আছে অস্ট্রেলিয়া ৪১ টি। তিনে আছে ভারত ৩৮ টি। ৩৪টি টেস্ট খেলবে বাংলাদেশ। আর নিউজিল্যান্ড খেলবে ৩২টি ম্যাচ।

বাংলাদেশ দুই চক্রের মধ্যে ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে মোট ছয়টি সিরিজ খেলার সুযোগ পাবে। নিয়মানুযায়ী যার তিনটি হবে হোম সিরিজ এবং বাকি তিনটি অ্যাওয়ে সিরিজ। অ্যাওয়ে সিরিজের মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের নাম। ফলে ২০১৯ সালের পর আবার ভারত সফর করবে টাইগাররা।

এদিকে হোম সিরিজে ২০২৩-২৫ চক্রে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার মতো দল।তবে বাংলাদেশের চোখ থাকবে নিশ্চিতভাবে পরের চক্রে। ২০২৫-২৭ চক্রের মধ্যে বাংলাদেশ অ্যাওয়ে সিরিজ খেলতে যাবে অস্ট্রেলিয়ায়।

সর্বশেষ ২০০৩ সালে অজিদের মাটিতে কোনো টেস্ট সফর করেছিল টিম টাইগার। ফলে প্রায় দুই যুগ পর আবার অস্ট্রেলিয়ায় সাদা পোশাকের কোনো ম্যাচ খেলার সুযোগ থাকছে বাংলাদেশের সামনে।

এছাড়া পরের চক্রে বাংলাদেশের অন্য দুই অ্যাওয়ে সিরিজ হবে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার বিপক্ষে। এই চক্রে বাংলাদেশের হোম সিরিজে প্রতিপক্ষ হিসেবে আসবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। ২০১৬ সালের পর আবার ইংলিশদের ঘরের মাঠে টেস্টে হারানোর সুযোগ থাকবে টাইগারদের সামনে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ