ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

বিশ্বরেকর্ড: ১৪৫ বছরের টেস্ট ইতিহাসে পাল্টে দিয়ে নতুন রেকর্ড গড়লেন জয়াসুরিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ১৭ ১৮:২৬:০৩
বিশ্বরেকর্ড: ১৪৫ বছরের টেস্ট ইতিহাসে পাল্টে দিয়ে নতুন রেকর্ড গড়লেন জয়াসুরিয়া

১৪৫ বছরের টেস্ট ইতিহাসে প্রথম বাঁহাতি স্পিনার হিসেবে ক্যারিয়ারের প্রথম তিন ইনিংসের প্রতিটিতেই অন্তত পাঁচ উইকেট নিলেন জয়াসুরিয়া। গলে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন রোববার এই অর্জন ধরা দেয় তার হাতে।

শ্রীলঙ্কার আগের সিরিজে একই মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে জয়াসুরিয়ার অভিষেক হয় মূলত একের পর এক সতীর্থ করোনাভাইরাসে আক্তান্ত হওয়ায়। সুযোগটা দুই হাতে লুফে নেন তিনি। ৩০ বছর বয়সে টেস্ট ক্যাপ পেয়ে দুই ইনিংসে নেন ৬টি করে উইকেট। গড়েন অভিষেকে কোনো বাঁহাতি স্পিনারের সর্বোচ্চ উইকেটের রেকর্ড।

পাকিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম দিন জয়াসুরিয়া তুলে নেন আবদুল্লাহ শফিকের উইকেট। দ্বিতীয় দিন আজহার আলি, আগা সালমানের পর টানা দুই বলে মোহাম্মদ নাওয়াজ ও শাহিন শাহ আফ্রিদিকে ফিরিয়ে তিনি পূর্ণ করেন পাঁচ উইকেট।

স্পিনার-পেসার মিলিয়ে ক্যারিয়ারের প্রথম তিন ইনিংসেই পাঁচ উইকেট নেওয়ার কীর্তি এতদিন ছিল দুজনের- টম রিচার্ডসন ও ক্ল্যারি গ্রিমেট।

ইংলিশ পেসার রিচার্ডসন ১৮৯৩ সালে ম্যানচেস্টারে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকে দুই ইনিংসে নেন ৫টি করে উইকেট। পরের বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টের প্রথম ইনিংসেও তার প্রাপ্তি ছিল ৫টি।

অস্ট্রেলিয়ান লেগ স্পিনার গ্রিমেট ১৯২৫ সালে সিডনিতে অভিষেকে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে নেন ৬টি। পরের বছর ইংল্যান্ডের বিপক্ষে লিডসে প্রথম ইনিংসে তিনি নেন ৫ উইকেট। গ্রিমেটের ৯৬ বছর পর এই তালিকায় নাম লেখালেন জয়াসুরিয়া।

এই তিন জনসহ ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে তিনবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি আছে মোট আট জনের। সেখানে আছে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজের নামও। বাকিরা হলেন ইংল্যান্ডের সিডনি বার্নস, অস্ট্রেলিয়ার রডনি হগ, ভারতের নরেন্দ্র হিরওয়ানি ও আকসার প্যাটেল।

জয়াসুরিয়া পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৮২ রানে। টানা তিন ইনিংসে পাঁচ উইকেট নেওয়া শ্রীলঙ্কার তৃতীয় স্পিনার তিনি। অন্য দুজন মুত্তিয়া মুরালিধরন ও রঙ্গনা হেরাথ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ