ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

ভক্তদের দারুন সুখবর দিলেন সাইফউদ্দিন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ১৮ ১৬:২৪:১৭
ভক্তদের দারুন সুখবর দিলেন সাইফউদ্দিন

লম্বা সময় ধরেই পিঠের ব্যাথার কারণে মাঠে নামা হচ্ছে না সাইফউদ্দিনের। সর্বশেষ দেশের হয়ে ২০২১ সালের অক্টোবরে খেলেছিলেন তিনি। এর আট মাস পর আবারও ডাক পান জাতীয় দলে।

কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি আর ওয়ানডে দলে জায়গা পান তিনি। কিন্তু পুরোনো ইনজুরি মাথাচাড়া দিয়ে ওঠায় শেষমুহূর্তে বাদ পড়েন তিনি। আপাতত ফেরার প্রত্যাশা করছেন এশিয়া কাপে।

সাইফউদ্দিন বলেন, 'বিশ্বকাপ তো এখনো অনেক দূর। আগে আমাকে প্রমাণ করতে হবে ফিট হয়ে। বাইজিদ ভাই (ফিজিও) উইন্ডিজ থেকে দেশে ফিরলে উনার সঙ্গে বসে এক সপ্তাহ, দুই সপ্তহের পরিকল্পনা নিয়ে কীভাবে এগোনো যায় ঠিক করব। জাতীয় দল নিয়ে উনি যেহেতু অনেক ব্যস্ত থাকে সব সময় উনাকে পাওয়া বা কথা বলার সুযোগ হয়ে ওঠে না। উনি হয়তো আগামীকাল আসবে বসে একটা পরিকল্পনা ঠিক করব।'

'সামনের জিম্বাবুয়ে সিরিজে আমাকে হয়তো বিবেচনার রাখা হবে না। গত পরশু নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। আমাকে এশিয়া কাপ নিয়ে পরিকল্পনা করতে বলেছে। ইনশাআল্লাহ ভালোভাবে ফিট হয়ে সময় যেমনই লাগুক একেবারে ফেরার কাজ করছি।'

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই মাঠে নামতে পারতেন সাইফউদ্দিন। ব্যাটিংয়ে কোনও সমস্যা হচ্ছিল না তার। কিন্তু একটানা বোলিং করতে পারছিলেন না এই অলরাউন্ডার। তার বোলিংয়ের কথা বিবেচনা করে তাকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নেয়নি বিসিবি। আপাতত খুলনায় অনুষ্ঠেয় বাংলাদেশ টাইগার্সের অনুশীলন ম্যাচ খেলতে চান তিনি।

সাইফউদ্দিন আরও বলেন, 'সামনে যেহেতু বাংলাদেশ টাইগার্সের অনুশীলন ম্যাচ আছে খুলনায়, নির্বাচকদের সঙ্গে কথা বলেছিলাম, ওখানে একটা-দুইটা ম্যাচ খেলে বুঝব যে কোন অবস্থায় আছি।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ