ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

পান্তকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন বাটলার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ১৮ ১৬:৩৬:০১
পান্তকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন বাটলার

ইতোমধ্যেই ভারতের ইতিহাসের অন্যতম সেরা উইকেটকিপারদের একজন ভাবা হয় পান্তকে। তার অবশ্য যথেষ্ট কারণও আছে। এখনও পর্যন্ত টেস্টে ক্যারিয়ারে পান্তের সেঞ্চুরি সংখ্যা পাঁচটি। যার মধ্যে চারটি সেঞ্চুরিই করেছেন বিদেশের মাটিতে।

যেখানে দলের বেশিরভাগ ব্যাটাররাই ব্যর্থ হয়েছেন, সেখানেই দাপট দেখিয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। বিশেষ করে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে তিনি ব্যাট হাতে দারুণ লড়াই করেছেন।সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফরে তিন ফরম্যাটেই দুর্দান্ত ছিলেন পান্ত। সাদা পোশাকে এজবাস্টন টেস্টে লড়াকু সেঞ্চুরি করেছিলেন তিনি। এরপর ওয়ানডেতে এসেও শেষ ম্যাচে দলের বিপর্যয়ের মুখে দারুণ এক সেঞ্চুরি করেছেন পান্ত।

ম্যাচ শেষ বাটলার বলেন, 'পান্ত অসাধারণ একজন খেলোয়াড়। আমি মনে করি, তার মানসিকতাই তাকে অন্য খেলোয়াড়দের থেকে আলাদা করেছে। পান্ত একজন সাহসী ক্রিকেটার এবং প্রতিভাবান। সে সব ফরম্যাটেই দারুণ খেলে। আমি মনে করি, সে দল থেকে অনেক সমর্থন পায়, যাইহোক সে তার দলের হয়ে খেলতে (ভালো পারফর্ম করতে) চায়।'

সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ড দলের দায়িত্ব নিয়েছেন জস বাটলার। তবে তার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। সর্বশেষ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ২-১ ব্যবধানে হেরেছে ইংলিশরা। তবে এই খারাপ সময় কাটিয়ে শীঘ্রই ঘুরে দাঁড়াবে দল বলে মনে করেন বাটলার।

ইংল্যান্ডের অধিনায়ক বলেন, 'আমি মনে করি, আমাদের আরও ভালো করতে হবে। সাম্প্রতিক সময়ে আমরা খুব বেশি ওয়ানডে ক্রিকেট খেলিনি। আমি মনে করি, আমরা আবার ছন্দে ফিরবো। ম্যাচে অবশ্যই অনেক মোড় ছিল। আমরা সত্যিই ভালো খেলতে পারিনি এবং বড় জুটি গড়তে পারিনি। আমরা বিশ্বের বিভিন্ন কন্ডিশনে খেলেছি। আমাদের আরও ভালো খেলতে হবে। আমরা শুধু ইতিবাচক ক্রিকেট খেলতে বিশ্বাস করি।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ