ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

২৪ তারিখ ভারত যাচ্ছেন অলরাউন্ডার সাইফউদ্দিন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ১৯ ১৪:৫৩:৪৮
২৪ তারিখ ভারত যাচ্ছেন অলরাউন্ডার সাইফউদ্দিন

লম্বা সময় ধরেই পিঠের ব্যাথার কারণে মাঠে নামা হচ্ছে না সাইফউদ্দিনের। সর্বশেষ দেশের হয়ে ২০২১ সালের অক্টোবরে খেলেছিলেন তিনি। এর আট মাস পর আবারও ডাক পান জাতীয় দলে।

কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি আর ওয়ানডে দলে জায়গা পান তিনি। কিন্তু পুরোনো ইনজুরি মাথাচাড়া দিয়ে ওঠায় শেষমুহূর্তে দল থেকে ছিটকে যান এই পেস বোলিং অলরাউন্ডার।

এখনও ম্যাচ খেলার মতো ফিট না থাকলেও, আসন্ন এশিয়া কাপ দিয়ে আবারও বাংলাদেশের জার্সিতে ফেরার প্রত্যাশা তার। সাইফউদ্দিন বলেন, '২৪ তারিখ যাবো। সেখানে সপ্তাহখানেক থাকা লাগবে। শীঘ্রই মাঠে ফিরতে পারবো ইনশাল্লাহ'

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই মাঠে নামতে পারতেন সাইফউদ্দিন। ব্যাটিংয়ে কোনও সমস্যা হচ্ছিল না তার। কিন্তু একটানা বোলিং করতে পারছিলেন না এই পেস বোলিং অলরাউন্ডার। তার বোলিংয়ের কথা বিবেচনা করে তাকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নেয়নি বিসিবি।

আপাতত খুলনায় অনুষ্ঠেয় বাংলাদেশ টাইগার্সের অনুশীলন ম্যাচে খেলতে চান তিনি। গতকাল বলেছেন, 'সামনে যেহেতু বাংলাদেশ টাইগার্সের অনুশীলন ম্যাচ আছে খুলনায়, নির্বাচকদের সঙ্গে কথা বলেছিলাম, ওখানে একটা-দুইটা ম্যাচ খেলে বুঝব যে কোন অবস্থায় আছি।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ