ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটারের নাম ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ২৫ ১৬:১১:০৪
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটারের নাম ঘোষণা

পরিসংখ্যান অনুযায়ীও দেশের সেরা টি টোয়েন্টি ব্যাটসম্যান এই ক্রিকেটারই। এখন পর্যন্ত খেলা নিজের ৪৪ টি-টোয়েন্টি ম্যাচে ১২১ স্ট্রাইক রেটে ৯৪৬ রান করেন সাব্বির। রান এবং স্ট্রাইক রেট দুটোই বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ সম্মানজনক। এছাড়াও চারটি ফিফটি রয়েছে সাব্বিরের নামের পাশে। ৩০-৪৯ রানের ইনিংস রয়েছে আরও সাতটি। গড় (২৫) ও বেশ ভালো। নিজের খেলা ৪৪ ম্যাচের আটবারই ছিলেন দলের টপ স্কোরার। হয়েছেন তিনবার ম্যান অফ দ্যা ম্যাচ ও। সাব্বিরের হয়ে কথা পরিসংখ্যানই বলছে। সামনে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ।

সাব্বিরের মতো একজন ক্রিকেটার হয়তো এখন বড্ড প্রয়োজন টিম বাংলাদেশের। তবে বাস্তবতা হলো জাতীয় দল থেকে এখন বেশ দূরে সাব্বির। সর্বশেষ তিন বছর আগে দেশের জার্সি গায়ে জড়িয়েছিলেন এই ক্রিকেটার। তবে বাংলাদেশ 'এ' দলে রয়েছেন সাব্বির। উইন্ডিজ 'এ' দলের বিপক্ষে নিজের সেরা পারফরমেন্সটা দেখাতে পারলেই হয়তো নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন এই ক্রিকেটার।

সাব্বিরেরও লক্ষ্য নিশ্চয়ই এটাই থাকবে। সাব্বিররা পারফর্ম করুক এগিয়ে যাক দেশের ক্রিকেট এটাই তো দিনশেষে নির্বাচক, ম্যানেজমেন্ট এবং সমর্থকদের একমাত্র চাওয়া।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ