ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

অধিনায়কত্ব যেন আরো পাকাপোক্ত করছে সোহানকে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ৩১ ২১:১৯:১২
অধিনায়কত্ব যেন আরো পাকাপোক্ত করছে সোহানকে

যেটা বেশ ভালোভাবেই করেছিলেন সোহান। ২৬ বলে ৪২ রান করে সামনে থেকেই দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত জয়ের সমীকরণ মেলাতে পারেননি এই উইকেট কিপার ব্যাটসম্যান। তবে প্রথম ম্যাচেই অধিনায়কত্বের জন্য লেটার মার্কস দিতে হবে সোহানকে। দ্বিতীয় টি-টোয়েন্টির পর অধিনায়ক হিসেবে নিজের প্রথম জয়টাও পেয়ে গেলেন সোহান। অধিনায়কত্বতে দেখিয়েছেন আরো বেশি দূরদর্শিতা।

নতুন বলে মোসাদ্দেক হোসেন সৈকতকে দিয়ে বোলিং করিয়ে জিম্বাবুয়ের টপ অর্ডার একপ্রকার ভেঙে দেন। দলের পঞ্চম বলার হিসেবে খেলতে নামা মোসাদ্দেককে মূল বোলারের মতোই ব্যবহার করেন সোহান। উইকেট এবং কন্ডিশন বিচার করে সিদ্ধান্তটি নিয়েছিলেন তিনি। বলতেই হবে উইকেট কিংবা কন্ডিশন নির্বাচনে বেশ সফল হয়েছেন নতুন এই অধিনায়ক। প্রথমবারের মতো ক্যারিয়ারের ৫ উইকেট তুলে নেন মোসাদ্দেক হোসেন সৈকত।

জিম্বাবুয়েও ১৩৫ রানের বেশি করতে পারেনি। শেষ পর্যন্ত ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে টিম বাংলাদেশ। আগের ম্যাচের ট্রাজিক হিরো সোহানের ব্যাট হাতেও নামতে হয়নি এই ম্যাচে। আন্তর্জাতিক অঙ্গনে টিকে থাকতে পারবেন কিনা এইরকম একটি চ্যালেঞ্জ সামনে ছিল সোহানের। বলা চলে বেশ ভালোভাবেই চ্যালেঞ্জ উতরে গিয়েছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। অধিনায়কত্ব তার খেলার উপর কোন বাজে প্রভাব আনতে পারেননি। উল্টো অধিনায়কত্ব যেন আরো পাকাপোক্ত করেছেন সোহানকে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ