ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

সৌরভ, মরগ্যান,মিসবাহদের সঙ্গে খেলবেন মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ০১ ২০:০০:১০
সৌরভ, মরগ্যান,মিসবাহদের সঙ্গে খেলবেন মাশরাফি

প্রায় সাত বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচে দেখা যাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি ও সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকেও।

লিজেন্ডস লিগে সৌরভ ছাড়াও মাশরাফি খেলবেন ইয়ন মরগ্যান, বীরেন্দ্রর শেবাগ, মুত্তিয়া মুরালিধরন, জ্যাক ক্যালিস, মিসবাহ উল হক, জন্টি রোডস, ব্রেট লি, শেন ওয়াটসন, রস টেলর, ডেল স্টেইনদের মতো কিংবদন্তিদের সঙ্গে।

টুর্নামেন্টের দ্বিতীয় আসর শুরু হবে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে, চলবে ৮ অক্টোবর পর্যন্ত। ভারতের পাঁচটি শহরে হবে এই টুর্নামেন্ট। খেলা হবে সম্ভবত কলকাতা, লখনৌ, দিল্লি, যোধপুর এবং কাটাক ও রাজকোটের মধ্যে একটি শহরে।

ক্রিকইনফোর প্রতিবেদন থেকে জানা গেছে, এই লিগে পাকিস্তানি ক্রিকেটাররাও থাকবেন, তবে তাদের খেলা নির্ভর করছে ভারতীয় সরকারের অনুমোদনের ওপর।

লিগে মোট তিনটি দল খেলবে। চলতি বছরে জানুয়ারিতে প্রথম মৌসুমে দল তিনটি ছিল-ইন্ডিয়া মহারাজাস, ওয়ার্ল্ড জায়ান্টস এবং এশিয়া লায়ন্স। ম্যাচ হয়েছিল সাতটি।

ভারতীয় নারী ক্রিকেট দলের পেসার ঝুলন গোস্বামী থাকবেন লিগের শুভেচ্ছাদূতদের মধ্যে একজন হিসেবে। থাকবেন বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনও।

ভারতের সাবেক ক্রিকেটার, কোচ ও জনপ্রিয় ধারাভাষ্যকার রবি শাস্ত্রী পেয়েছেন লিগ কমিশনারের দায়িত্ব। এছাড়া এপেক্স কাউন্সিলের সদস্য হিসেবে থাকবেন পাকিস্তানের কিংবদিন্ত পেসার ওয়াসিম আকরাম।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ