ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

এশিয়া কাপে টি-২০ অধিনায়ক রিজওয়ান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ১৯ ১৫:৪৭:৫৪
এশিয়া কাপে টি-২০ অধিনায়ক রিজওয়ান

যেখানে কুয়েত, সিঙ্গাপুর ও হংকংয়ের সঙ্গে লড়তে হবে আমিরাতকে। চার দলের মধ্যে শীর্ষে থাকা দল পাবে মূল আসরের টিকিট।

আমিরাতের বাছাই স্কোয়াড ঘোষণার সময় নতুন অধিনায়কের নামও জানিয়েছে আরব আমিরাত।

এখন পর্যন্ত ২৯টি ওয়ানডে ও সাতটি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রিজওয়ান। ওয়ানডেতে তিন ফিফটি ও এক সেঞ্চুরি রয়েছে তার। কিন্তু টি-২০তে এখনও ফিফটির দেখা পাননি।

আমিরাত স্কোয়াডচুনদাঙ্গাপোয়িল রিজওয়ান (অধিনায়ক), চিরাগ সুরি, মোহাম্মদ ওয়াসিম, ভৃত্য অরভিন্দ, আহমেদ রাজা, বাসিল হামিদ, রোহান মোস্তফা, কাশিফ দাউদ, কার্তিক মিয়াপ্পান, জহুর খান, জাওয়ার ফরিদ, আলিশান শরাফু, সাবির আলি, আরিয়ান লাকরা, সুলতান আহমেদ, জুনায়েদ সিদ্দিকী ও ফাহাদ নওয়াজ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ