ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

৪টি চার, ও ১১টি ছক্কায় টি-২০তে দ্রুততম সেঞ্চুরি হাঁকালেন টাইগার ক্রিকেটার আরিফুল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ সেপ্টেম্বর ০৪ ১৯:৪২:৫০
৪টি চার, ও ১১টি ছক্কায় টি-২০তে দ্রুততম সেঞ্চুরি হাঁকালেন টাইগার ক্রিকেটার আরিফুল

বাংলাদেশ জাতীয় দলে দীর্ঘদিন ধরে ব্রাত্য এই ক্রিকেটার। বর্তমানে বেশির ভাগ সময় থাকছেন আমেরিকায়। সেখানেই মোটরসিটি চ্যাম্পিয়নশিপে মিশিগান চিতার হয়ে খেলছেন আরিফুল। দলটির হয়ে ৩৮ বলে ১০৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই ব্যাটিং অলরাউন্ডার। যা বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড।

লন্ডন রাইডার্সের বিপক্ষে আরিফুল চারে নেমে ৩৮ বলে ১০৪ রান করার পথে ৪টি চারের পাশাপাশি ছয় হাঁকিয়েছেন ১১টি। তার এই ইনিংসের ওপর ভর করে মিশিগান চিতা ২০ ওভারে তোলে ২৪২ রান। আরিফুলের দলে আছেন আরেক টাইগার ক্রিকেটার ইমরুল কায়েস। তিনি অবশ্য ১৯ বলে ২৩ রান করে বিদায় নিয়েছেন।

এদিকে মিশিগান চিতার দেওয়া ২৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৫ রানে থামে লন্ডন রাইডার্স। দলটির পক্ষে ওপেনার শফি জামান ৫০ এবং কাজী শান্ত ৩২ রান করে যা একটু প্রতিরোধ গড়েন।

বিধ্বংসী ইনিংস খেলা আরিফুলই অনুমিতভাবে ম্যাচসেরার পুরস্কার বাগিয়ে নেন। বাংলাদেশের জার্সিতে এই ক্রিকেটারের অবশ্য বলার মতো তেমন কোনো পারফরম্যান্স নেই। টাইগারদের জার্সিতে ২টি টেস্ট, ১টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি খেলেছেন আরিফুল। যেখানে মোটে ১৪৭ রান এবং ২ উইকেট শিকার করেছেন এই ক্রিকেটার। ২০১৮ সালে সর্বশেষ বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন আরিফুল।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ