ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

টি২০ তে ৩০০ করে বিশ্ব রের্কড করলেন রিজওয়ান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ সেপ্টেম্বর ২৯ ১৮:৩২:৫০
টি২০ তে ৩০০ করে বিশ্ব রের্কড করলেন রিজওয়ান

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে বুধবার রিজওয়ান এই কীর্তি গড়েন। ৪৬ বলে ৬৩ রানের ইনিংসের পথে দ্বিপাক্ষিক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নেন তিনি। পরে প্রথম ব্যাটসম্যান হিসেবে স্পর্শ করেন সিরিজে তিনশ রানের মাইলফলকও।

৬৮ রানের ইনিংস দিয়ে এই সিরিজ শুরু করেছিলেন রিজওয়ান। পরে ৮৮ রানের ইনিংস খেলেন দুই ম্যাচে। এরপর বুধবার ৬৩। সিরিজের ৫ ম্যাচে রিজওয়ানের রান এখন ৩১৫।

দ্বিপাক্ষিক সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি এতদিন যার ছিল, ক্রিকেট বিশ্বে তার নামটি খুব বেশি কারও জানার কথা নয়। সার্বিয়ার ক্রিকেটারকে কজনই বা চিনবেন!

গত জুনে বুলগেরিয়ার বিপক্ষে ৪ ম্যাচের সিরিজে লেসলি ডানবার খেলেছিলেন ৭০, ৮৯, ৮ ও ১১৭ রানের ইনিংস। সিরিজে তার রান ছিল ২৮৪।

পাকিস্তান-ইংল্যান্ড সিরিজে ম্যাচ আছে আরও দুটি। রিজওয়ানের সামনেও তাই সুযোগ আছে রেকর্ডকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার।

এই রেকর্ডের তিনে আছেন কুইন্টন ডি কক। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচে দক্ষিণ আফ্রিকান ওপেনারের রান ছিল ২৫৫।

দ্বিপাক্ষিক সিরিজে আড়াইশ রান নেই আর কারও

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ