ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

শূন্য রানে ৫ উইকেট, শেষ হলো শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়ার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ০৮ ১২:৩৭:৩৯
শূন্য রানে ৫ উইকেট, শেষ হলো শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়ার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৫ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। জবাবে মালশা শেহানির বিধ্বংসী বোলিংয়ে শূন্য রানে ৫ উইকেট হারিয়ে মাত্র ৩৩ রানেই গুটিয়ে গেছে মালয়েশিয়া।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই কোনো দলের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার নজির। এছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে এটি তৃতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে মালয়েশিয়ার মেয়েরাই ২০১৮ সালের আসরে ভারতের বিপক্ষে ২৭ ও পাকিস্তানের বিপক্ষে ৩৩ রানে অলআউট হয়।

শনিবার শ্রীলঙ্কাকে ১০০ পার করিয়ে দেওয়ার বড় কৃতিত্ব নিচের সারির ব্যাটার ওশাদি রানাসিংহের। আট নম্বরে নেমে ১৮ বলে ২৩ রান করেন তিনি। এছাড়া অধিনায়ক চামারি আতাপাত্তু ৩৪ বলে ২১ ও নীলক্ষ্মী ডি সিলভা খেলেন ২৩ বলে ২১ রানের ইনিংস।

পরে ১০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে মালয়েশিয়া। একপর্যায়ে ৭.৪ ওভারে ৩৩ রানে ৫ উইকেট হারায় তারা। সেখান থেকে পরের ১৩ বলে আর কোনো রান করেই বাকি ৫ উইকেট হারিয়ে গুটিয়ে যায় মালয়েশিয়া।

ইনিংসের অষ্টম ওভারে আক্রমণে এসে ১.৫ ওভারে মাত্র ২ রান খরচায় ৪ উইকেট নেন মালশা। এছাড়া সুগন্ধিকা কুমারি ও ইনোকি রানাভিরার শিকার দুইটি করে উইকেট।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ