ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

এশিয়া কাপ: ভারতের বিপক্ষে ম্যাচ শেষে দেখেনিন পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ০৮ ১৬:৫০:৪৯
এশিয়া কাপ: ভারতের বিপক্ষে ম্যাচ শেষে দেখেনিন পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করা ভারতের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৫৯ রান। জবাবে ৭ উইকেট হারিয়ে ১০০ রানে থামে বাংলাদেশের ইনিংস। ব্যাট হাতে ফিফটি হাঁকানোর পর বোলিংয়ে দুই উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন শেফালি ভার্মা।

এ জয়ে পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো ভারতের মেয়েরা। বাংলাদেশ ম্যাচ খেলেছে চারটি। সমান দুইটি করে জয়-পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে এখনও সেমিফাইনালে খেলার আশা টিকিয়ে রেখেছে নিগার সুলতানা জ্যোতির দল।

২০১৮ সালের এশিয়া কাপে ভারতের বিপক্ষে ১৪২ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল বাংলাদেশ। সেটি টাইগ্রেসদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। তাই আজ ১৬০ রান টপকে জিততে হলে গড়তে হতো নতুন রেকর্ড। যা করা সম্ভব হয়নি বাংলাদেশের মেয়েদের।

১৬০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৫ রান যোগ করেন মুর্শিদা খাতুন ও ফারজানা হক পিংকি। কিন্তু দুজন মিলে খেলে ফেলেন ৯.১ ওভার। সাজঘরে ফেরার আগে মুর্শিদা ২৫ বলে ২১ ও ফারজানা পিংকি করেন ৪০ বলে ৩০ রান।

তিন নম্বরে নেমে অধিনায়ক নিগার সুলতানা রানের গতি বাড়ানোর প্রয়াস চালান। কিন্তু তার ২৯ বলে ৩৬ রানের ইনিংসে পরাজয়ের ব্যবধান কমা ছাড়া আর কোনো ফায়দা হয়নি। এরপর আর কেউই তেমন কিছু করতে না পারায় ১০০ রানের বেশি যায়নি বাংলাদেশের ইনিংস।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ