ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

বিশ্বকাপের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের জয়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ১০ ১৮:৫৭:০৫
বিশ্বকাপের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের জয়

মেলবোর্নের জাংশন ওভালে ওয়েস্ট ইন্ডিজ ১৭ রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৫২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। আরব আমিরাতের পেসার জুনায়েদ সিদ্দিকের বোলিং তোপে বড় স্কোর পায়নি ক্যারিবীয়রা।

তিন নম্বরে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন ব্রান্ডন কিং। তার ৪৫ বলের ইনিংসে ৭টি চার ও ২টি ছক্কা ছিলো। ৫টি ছক্কায় ৩১ বলে ৪৬ রানের ইনিংস খেলেন অধিনায়ক নিকোলাস পুরান। এছাড়া দশ নম্বরে নামা আলজারি জোসেফ ১৫ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের এই তিন ব্যাটারই দু’অংকের কোটা স্পর্শ করতে পারেন। আরব আমিরাতের জুনায়েদ ৪ ওভারে ১৩ রানে ৫ উইকেট নেন।

এরপর ওপেনার মোহাম্মদ ওয়াসিমের ব্যাটে ১৫৩ রানের জবাবটা ভালো দিচ্ছিলো আরব আমিরাত। অন্যপ্রান্তে সতীর্থরা দ্রুত ফিরলেও, রান তোলায় মনোযোগী ছিলেন ওয়াসিম। ৮২ রানে ৬ উইকেট পড়ে আরব আমিরাতের। এই ছয় জনের কেউই দু’অংক স্পর্শ করতে পারেননি।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৫ রানের বেশি করতে পারেনি আরব আমিরাত। ওয়াসিম ৪টি চার ও ৩টি ছক্কায় ৫২ বলে অপরাজিত ৬৯ রান করেন। আট নম্বরে নেমে জাওয়ার ফরিদ ১৪ বলে অপরাজিত ২৯ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের রেমন রেইফার ১৭ রানে ৩ উইকেট নেন।

একই ভেন্যুতে দিবা-রাত্রির ম্যাচে স্কটল্যান্ড ১৮ রানে হারিয়েছে নেদারল্যান্ডসকে। টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রান করে স্কটল্যান্ড। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৩ রান করে নেদারল্যান্ডস।

১০ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত সর্বমোট বিশ্বকাপের ১৫টি প্রস্তুতিমূলক ম্যাচ হবে। প্রথম রাউন্ডের দলগুলো ১০ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ও জাংশন ওভালে নিজেদের ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে।

আর সুপার টুয়েলভ নিশ্চিত করা দলগুলো ব্রিজবেনে ১৭ ও ১৯ অক্টোবর নিজেদের ওয়ার্ম-আপ ম্যাচে গা গরম করবে।

সুপার টুয়েলভে থাকা বাংলাদেশের দু’টি প্রস্তুতি ম্যাচ আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ম্যাচগুলো হবে যথাক্রমে- ১৭ ও ১৯ অক্টোবর।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ