ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

দেশের জন্য গৌরব আনতে ছেলেরা সেরাটা দিচ্ছে : শ্রীরাম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ১১ ১৪:১৮:১৩
দেশের জন্য গৌরব আনতে ছেলেরা সেরাটা দিচ্ছে : শ্রীরাম

বাংলাদেশে ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় শ্রীরাম বলেন, ‘প্রতিদিন আমরা পরীক্ষা নিরীক্ষা করতে চাই।

সবাইকে নতুন নতুন চ্যালেঞ্জ দিচ্ছি। অনেক উন্নতি দেখছি। আমাদের মিডল অর্ডার উন্নতির অনেক ছাপ দেখিয়েছে। হারিফ রউফের বিপক্ষে রাব্বি যেভাবে ফিনিশ করেছে, ট্রেন্ট বোল্টের বিপক্ষে নুরুল যেভাবে ব্যাটিং করেছে- এগুলো ইতিবাচক দিক। ’

বোলারদের সম্পর্কে শ্রীরাম বলেন, ‘প্রথম ম্যাচে তাসকিন ভালো বোলিং করেছে। শরিফুল এসে যেমন বোলিং করল, ফিন অ্যালেনকে আটকে রাখল। হাসান (মাহমুদ) চোট থেকে এসে ভালো করেছে। অনেক ইতিবাচক দিক আছে। ফিজ কিছু ব্যাপার নিয়ে কাজ করছে। ’

ভক্ত ও গণমাধ্যমকে অনুরোধ জানিয়ে টেকনিক্যাল কনসালট্যান্ট বলেন, ‘আমি সব ভক্ত, গণমাধ্যমকে অনুরোধ করব আমাদের সমর্থন করেন যান। এটা দেশের ব্যাপার। আমি আশ্বস্ত করছি যে, দেশের গৌরব আনতে ছেলেরা তাদের সেরাটা দিচ্ছে। আমি সবাইকে ধৈর্য ধরতে বলব। আমরা ব্র্যান্ডের ক্রিকেট খেলে বাংলাদেশকে গর্বিত করব। ’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ