Alamin Islam
Senior Reporter
শেয়ারবাজারে অস্থিরতা: ৮ দফা দাবি, বিনিয়োগকারীদের গর্জনে উত্তাল আগারগাঁও
শেয়ারবাজারের বর্তমান করুণ পরিস্থিতিতে সৃষ্ট চরম অস্থিরতা নিরসনে এবার সরাসরি নিয়ন্ত্রক সংস্থার প্রধানের পদত্যাগ দাবি করে মাঠে নেমেছে বিনিয়োগকারীরা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে ১০টি বিনিয়োগকারী সংগঠনকে নিয়ে গঠিত একটি নতুন শক্তিশালী মোর্চা।
রোববার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও প্রাঙ্গণ উত্তপ্ত হয়ে ওঠে। ১০ সংগঠনের সমন্বয়ে গঠিত এই নতুন জোটের সদস্যরা বিএসইসি ভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন করেন। চলমান দরপতন এবং অব্যবস্থাপনার প্রতিবাদে বিনিয়োগকারীরা বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের দ্রুত অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন এলাকা।
পতনের দায়, নেতৃত্বের প্রতি অনাস্থা
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এবং নতুন বিএসইসি কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের পুঁজিবাজার ধারাবাহিকভাবে নিম্নগামী। বাজারের এই দীর্ঘস্থায়ী বিপর্যয়ের জন্য তাঁরা সরাসরি অর্থ উপদেষ্টা এবং বিএসইসি চেয়ারম্যানকে দায়ী করেন। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও বাজারকে স্থিতিশীল করার উদ্দেশ্যে দ্রুত নেতৃত্বের পরিবর্তন অপরিহার্য বলে তাঁরা জোরালো আহ্বান জানান।
এসময় হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, যদি পরিস্থিতির দ্রুত উন্নতি না হয়, তবে দেশের সব বিনিয়োগকারী সংগঠন ও ক্ষতিগ্রস্ত পুঁজি হারানো মানুষজনকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলনে নামা হবে।
আট দফা দাবির মধ্যে রয়েছে সদ্য ঘোষিত মার্জিন ঋণ বিধিমালা ২০২৫ এবং মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০২৫-এর গেজেট অবিলম্বে বাতিল করা। একইসঙ্গে একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের শেয়ারের মূল্য বিনিয়োগকারীদের দ্রুত ফেরত দেওয়ার দাবিও জানানো হয়।
১০ সংগঠনের মোর্চা ঘোষণা
এই বিক্ষোভে পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট দশটি সংগঠন ঐক্যবদ্ধ হয়ে নতুন একটি মোর্চা গঠনের ঘোষণা দেয়। যে সংগঠনগুলো এই জোটে যুক্ত হলো, সেগুলো হলো:
১. বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস অ্যাসোসিয়েশন
২. বাংলাদেশ শেয়ারবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ
৩. শেয়ারবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশন
৪. বাংলাদেশ শেয়ার ইনভেস্টরস অ্যাসোসিয়েশন
৫. আইসিবি ইনভেস্টরস ফোরাম
৬. শেয়ারবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদ
৭. ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস ফোরাম
৮. শেয়ারবাজার বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত পরিষদ
৯. শেয়ারবাজার বিনিয়োগকারী স্থিতিশীল পরিষদ
১০. বাংলাদেশ শেয়ারবাজার বিনিয়োগকারী কল্যাণ পরিষদ
মোর্চার ঘোষিত আট দফা চার্টার
নতুন জোটের সিনিয়র সমন্বয়ক এসএম ইকবাল হোসেন বিক্ষোভ থেকে তাদের আট দফা মূল দাবি ঘোষণা করেন। এই দাবিগুলো বিনিয়োগকারীদের অধিকার ও বাজারের সুশাসন নিশ্চিত করতে দ্রুত বাস্তবায়ন প্রয়োজন বলে তাঁরা উল্লেখ করেন।
১) অযোগ্য ও অদক্ষ বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের দ্রুত অপসারণ নিশ্চিত করা।
২) মার্জিন ঋণ বিধিমালা ২০২৫-এর গেজেট বাতিল করা।
৩) মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০২৫-এর গেজেট বাতিল করা।
৪) একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের শেয়ারমূল্য দ্রুত বিনিয়োগকারীদের কাছে ফেরত প্রদান করা।
৫) বিনিয়োগকারীর স্বার্থ রক্ষায় সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়ায় পুরো বিএসইসি কমিশনের পদত্যাগ গ্রহণ করা।
৬) বিএসইসির দুর্নীতিবাজ কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের অপসারণ করা।
৭) শেয়ারবাজার লুটকারী ও মিউচুয়াল ফান্ড লুণ্ঠনকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
৮) শেয়ারবাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত লেনদেন স্থগিত রাখা।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশকে না বলে দিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড
- খালেদা জিয়াকে নিয়ে করা মাশরাফির ফেসবুক পোস্ট ভাইরাল, দেশ জুড়ে আলোচনার ঝড়
- খালেদা জিয়াকে নিয়ে করা সাকিবের ফেসবুক পোস্ট ভাইরাল, দেশ জুড়ে আলোচনার ঝড়
- ৩টি পাপ করলে মানুষ দ্রুত মারা যায়
- হলফনামায় যত টাকার সম্পদ দেখালেন তারেক রহমান, দেখে চমকে যাবেন
- খালেদা জিয়ার ৩ আসনে প্রার্থীহলেনযারা
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, জানুন কবে হবে?
- হুহু করে কমল সোনা-রুপার দাম: ২২ ক্যারেট মিলছে ১ লক্ষ ২৮ হাজার টাকায়
- রুমিন ফারহানা ও ৮ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার
- খালেদা জিয়ার বিদায়, অবিশ্বাস্য ভাবে যা বললেন শেখ হাসিনা
- জানা গেল খালেদা জিয়াকে যেখানে দাফন করা হবে ও জানাজার সময়
- হলফনামায় যত টাকার অর্থ সম্পদ দেখালেন এনসিপির সারজিস আলম
- শেয়ারবাজার থেকে তারেক রহমানের যত টাকা আয়
- আজকের সোনার দাম:(বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫)
- ১২ কেজি এলপিজি এখন ১৮০০ টাকা: কেন কাটছে গ্রাহকের পকেট? জানুন কারণ