ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

বিশ্বকাপ: উইকেটকিপার ওয়ার্নার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ২১ ১৬:২৩:৪১
বিশ্বকাপ: উইকেটকিপার ওয়ার্নার

অনুশীলন না থাকায় বেশ কয়েকজন সতীর্থকে সঙ্গে নিয়ে গলফ খেলতে গিয়েছিলেন জস ইংলিস। সেটাই শেষ পর্যন্ত কাল হয়েছে অস্ট্রেলিয়ার এই উইকেটকিপার ব্যাটারের। গলফ খেলার সময় একটি শট দিতে গিয়ে তার ডান হাত কেটে যায়। যে কারণে বুধবার বিকেলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইংলিসকে।

চোট গুরুতর হওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে যান তিনি। ইংলিসের বদলি হিসেবে অস্ট্রেলিয়া দলে ডাক পান ক্যামেরন গ্রিন। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, ওয়েড ইনজুরিতে পড়লে কিপিং করবেন কে? নিউজিল্যান্ড ম্যাচের আগে সেটা খোলাসা করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে ফিঞ্চ বলেন, ‘সম্ভবত, ডেভিড ওয়ার্নার, আমি মনে করি। ওয়েড চোট পেলে সে কিপিং করবে, এটা তার জন্য কঠিন। কারণ সে আগে কখনও করেনি। গতকাল গ্লাভস পরে সে একটু অনুশীলনও করেছে। আমার জন্য অধিনায়কত্ব ও কিপিং এক সঙ্গে করা, যেটা আমি আগে কখনও করিনি, আমার জন্য একটু কঠিন হবে।’

শুধু ওয়ার্নার নয়, অস্ট্রেলিয়ার বিকল্প উইকেটকিপারের ভাবনায় ছিলেন মিচেল স্টার্কও। শুরুতে বোলিং করে মাঝের ওভারে কিপিং করার কথা ছিল বাঁহাতি এই পেসারের। তবে সেটা ঝুঁকি পূর্ণ হয়ে যাওয়ায় ওয়ার্নারকেই বিকল্প উইকেটকিপার হিসেব ভাবছে অস্ট্রেলিয়া।

ফিঞ্চ বলেন, ‘হয়তো মিচেল স্টার্ক শুরুর দিকে বল করে মাঝে গ্লাভস হাতে নিলো এবং পরে আবার বল করলো। কিন্তু সেটা ঝুঁকি হয়ে যায়। সম্ভবত ডেভিডই, আমরা এই মুহূর্তে এই ঝুঁকি নিতে প্রস্তুত।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ