ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

আইসিসির উপর নারাজ ভারতীয় ক্রিকেটাররা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ২৬ ১৯:০১:০২
আইসিসির উপর নারাজ ভারতীয় ক্রিকেটাররা

সিডনিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার আগে খাবার বিড়ম্ভনায় পড়েছেন রোহিত, কোহলিরা। বুধবার (২৬ অক্টোবর) সিডনির অনুশীলন গ্রাউন্ডে ভারতীয় দলের জন্য লাঞ্চের ব্যবস্থা করেছিল আইসিসি। আর সেখানেই ঘটেছে নানান বিপত্তি।

অনুশীলন শেষে সব খেলোয়াড় যখন ক্ষুধার্ত, তখন লাঞ্চ করতে এসে দেখেন যে খাবার তাদের জন্য রাখা হয়েছে তা সবার জন্য পর্যাপ্ত ছিল না। তবুও কয়েকজন ক্রিকেটার খাওয়া শুরুও করেছিলেন।

তবে যখন কয়েকজন মাংস মুখে নিয়ে স্বাদ আবিষ্কার করেন যে খাবার প্রচন্ড ঝাল। একে তো অপর্যাপ্ত খাবার, তার ওপর মাত্রাতিরিক্ত ঝাল। সেই সাথে যুক্ত হয়েছিল, কয়েক ধরনের ফল ও স্যান্ডউইচ বানানোর উপকরণ। তবে সেই স্যান্ডউইচ খাবারের জন্য প্রস্তুত করা ছিল না।

তা দেখে আরও মাথা খারাপ হয়ে যায় ভারতীয় দলের সব খেলোয়াড়ের। তাই আইসিসির দেওয়া খাবার না খেয়েই ৪২ কিলোমিটার দূরে অবস্থিত টিম হোটেলে ফিরে আসেন তারা।

এর আগে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ চলাকালে ব্রিসবেনে পাকিস্তান দলকে পাঁচ তারকা হোটেলে জায়গা দিলেও ভারত দলকে দেওয়া হয়েছিল চার তারকা হোটেল। যেখানে রুমগুলো ছিল ছোট, জিম ও সুইমিংপুল ব্যবহারের উপযোগী ছিল না। তখন আইসিসিকে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেয়নি, এবার মূল পর্বেও ভারতের এমন বিড়ম্ভনা মাঠের পারফর্ম্যান্সে কোনো প্রভাব ফেলে নাকি সেটাই এখন দেখার বিষয়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ