ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

নেদারল্যান্ডসের অলরাউন্ডারের চোখের নিচে ৬ সেলাই

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ৩০ ১৯:২০:২৮
নেদারল্যান্ডসের অলরাউন্ডারের চোখের নিচে ৬ সেলাই

নেদারল্যান্ডসের ইনিংসের তৃতীয় ওভারের উইকেটে যান ডে লেড। দলে ফেরা স্টেফান মাইবার্গ আউট হলে উইকেটে যান তিনি। পাওয়ার প্লের শেষ ওভারের ঘটনা। বোলিং আক্রমণে আসেন হারিস রউফ।

তার একের পর এক গতিময় বলে পরাস্ত হতে থাকেন ডে লেড। একই ওভারের পঞ্চম বলটি ছিল শরীর তাক করা বাউন্সার। ডে লেডে পুল করার চেষ্টায় ব্যাটে খেলতে পারেননি। বল আঘাত হানে তার হেলমেটের গ্রিলে।

তখনই আভাস পাওয়া যায় গুরুতর চোটের। পরে হেলমেট খোলার পর দেখা যায় তার ডান চোখের নিচে কেটে গেছে। সঙ্গে সঙ্গে মাঠে ঢোকেন দলটির চিকিৎসকরা। চোটের অবস্থা খারাপ দেখে কিছুক্ষণ পর ডে লেডেকে নিয়ে মাঠ ছাড়েন তারা।

পরে ম্যাচের এক পর্যায়ে টিভি ক্যামেরায় দেখা যায় ডাগ আউটে বসে আছেন তিনি। তার ডান চোখ ফুলে গেছে এবং কিছু অংশ কালোও হয়ে গেছে। তবে হাসি মুখেই সতীর্থদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ