ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখল বাংলাদেশ।

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ৩০ ১৯:৪২:১০
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখল বাংলাদেশ।

গ্রুপের শীর্ষে রয়েছে ভারত। ২টি ম্যাচে রোহিত শর্মাদের সংগ্রহ ৪ পয়েন্ট। ভারতের নেট রান রেট ১.৪২৫। একটি ম্যাচ বেশি খেলে বাংলাদেশের সংগ্রহও ৪ পয়েন্ট। যদিও সাকিবদের নেট রান রেট -১.৫৩৩। টেবিলের তৃতীয় স্থানে নেমে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। ২টি ম্যাচ খেলে ৩ পয়েন্ট টেম্বা বাভুমার দলের। কারণ বৃষ্টির জন্য জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রায় নিশ্চিত জয় মাঠে ফেলে আসতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। বাভুমাদের নেট রান রেট ৫.২।

বাংলাদেশের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে হেরে যাওয়ায় ৩টি ম্যাচ খেলে ৩ পয়েন্ট জিম্বাবুয়েরও। তারা রয়েছে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। পাকিস্তানকে হারিয়ে চমকে দেওয়া ক্রেগ আরভিনদের নেট রান রেট -০.০৫০।

পয়েন্ট টেবিলের শেষ দু’টি জায়গা অর্থাৎ পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তান এবং নেদারল্যান্ডস। উভয় দলই খেলেছে ৩টি করে ম্যাচ। নেদারল্যান্ডসকে আজ পাকিস্তান হারালেও কেবল ২ পয়েন্ট তাদের। সেকারণে অবস্থানের পরিবর্তন হয়নি। পাকিস্তানের নেট রান রেট ০.৭৬৫। নেদারল্যান্ডসের নেট রান রেট -১.৯৪৮।

বাংলাদেশের খেলা বাকি রয়েছে ভারত এবং পাকিস্তানের সঙ্গে। টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে পৌঁছতে হলে এই দুই ম্যাচের একটিতে জিততেই হবে সাকিবদের। তা হলে তাঁদের পয়েন্ট হবে ৬। তাতেও অবশ্য সেমিফাইনাল নিশ্চিত হবে না। ভারত, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলির বাকি ম্যাচগুলির ফলাফলের দিকে তাকিয়ে থাকতে বাংলাদেশকে। তবে ভারত এবং পাকিস্তানকে হারাতে পারলেই নিজেদের যোগ্যতাতেই সেমিফাইনালে পৌঁছে যাবেন টাইগাররা।

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে পৌঁছতে পারবে কি না, তা জানার জন্য আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে। তবে জিম্বাবুয়েকে হারিয়ে দৌড়ে প্রবল ভাবেই রইল সাকিবর দল।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ