ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

জায়গা হারাবে বাবর-রিজওয়ান: শেবাগ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ নভেম্বর ০৫ ১৯:১৮:৩২
জায়গা হারাবে বাবর-রিজওয়ান: শেবাগ

ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ মনে করেন হারিস এভাবে খেলতে থাকলে বাবর রিজওয়ানরা ব্যাটিং অর্ডারে নিচে নামতে বাধ্য হবেন। ২৮ রানের ইনিংস খেলেও হারিসের এই ইনিংস কোনো অংশেই ৬০ রানের কম নয় বলে মনে করেন তিনি।

হারিসের প্রশংসা করে শেবাগ বলেন, 'সে কিছুটা ধীরে খেলা উচিত ছিল এবং তার নিজের রান করা উচিত ছিল। কিন্তু সে যেভাবে রান করেছে সেটা অসাধারণ। সে যদি এভাবে খেলা চালিয়ে যেতে পারে তাহলে রিজওয়ান এবং বাবর বাধ্য হবে নিচে ব্যাটিং করতে।'

চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝ পথেই ছিটকে গেছেন টপ অর্ডার ব্যাটার ফখর জামান। তার পরিবর্তেই পাকিস্তানের স্কোয়াডে ডাক পেয়েছিলেন তিনি। তাই সুযোগ কাজে লাগাতে মুখিয়ে ছিলেন তিনি।

হারিসের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন শেবাগ। তার ভাষ্য, 'যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার ওপর চড়াও হয়েছে। সে সম্ভবত ২৮ রান করেছে কিন্তু এটা ৬০ রানের থেকে কোনো অংশে কম নয়।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ