সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ হেরে সরাসরি যে বিষয়টাকে দুষলেন অধিনায়ক রোহিত শর্মা

দুই প্রাক্তন টি-২০ বিশ্বজয়ীর মুখোমুখি লড়াই আজ অ্যাডিলেডের ওভাল মাঠে। নিজেদের পাঁচ ম্যাচের মধ্যে ৪টি জিতে ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে গিয়েছিলো ভারত। অপরদিকে ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে মূলত রান রেটের বদান্যতায় শেষ চারের ছাড়পত্র অর্জন করছিলো ইংল্যান্ড। তবে গ্রুপ পর্বে কি হয়েছে সেমিফাইনালে তার বিশেষ গুরুত্ব নেই, আজকের ম্যাচ তা আবার বুঝিয়ে দিয়ে গেলো।
যত সময় এগোলো তত ম্যাচ থেকে হারিয়ে যেতে লাগলো ভারত। ১৬৯ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে এক উইকেট’ও না হারিয়ে জয় তুলে নিয়ে ফাইনালে পৌঁছে গেলো ইংল্যান্ড। ১০ উইকেটে হেরে শেষ হলো ভারতের বিশ্বকাপ অভিযান। ম্যাচ হেরে স্বভাবতই হতাশ ভারত অধিনায়ক রোহিত শর্মা। নিজেদের পারফর্ম্যান্সে অখুশি রোহিত হারের জন্য দায়ী করলেন মানসিক চাপ’কে।
১৪০ কোটি ভারতবাসী অনেক আশা নিয়ে বসেছিলেন টিভি স্ক্রিণের সামনে। ২০০৭ এর পর ২০২২, প্রায় পনেরো বছরের অপেক্ষার পর অবশেষে আসতে চলেছে টি-২০ বিশ্বকাপ ট্রফি জয়ের স্বাদ। এমনই মনোস্কামনা ছিলো তাঁদের। কিন্তু ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল সেই আশায় জল ঢেলে দিলো। ১০ উইকেটে লজ্জার হার জুটলো ভারতের কপালে। ম্যাচ হারের পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসে হতাশা ঝরে পড়লো রোহিতের গলায়। অনুভূতি জানাতে গিয়ে তিনি প্রথমেই জানান, “আজ যা হলো তা নিয়ে খুবই হতাশ আমরা।”
কোনো এক বা দু’জনের ওপর হারের দায় না চাপিয়ে ব্যর্থতার জন্য গোটা দলকেই দায়ী করেছেন তিনি। জানান, “ আমরা একদমই ভালো করি নি আজ। ব্যাটিং-এ শেষের দিকে কিছু রান তুলতে পারলেও বোলিং একদম খারাপ হয়েছে আমাদের। আজ আমরা প্রতিদ্বন্দ্বিতাতে ছিলাম না। বড় ম্যাচগুলিতে চাপ নিতে পারার ক্ষমতার ওপর জেতা-হারা নির্ভর করে। আজ আমরা মানসিক ভাবে শুরু থেকেই বেশ নড়বড়ে ছিলাম। আমাদের দলের ছেলেরা আইপিএলের মত টুর্নামেন্টে প্রায়ই চাপের মধ্যেও খেলে, কিন্তু তাও আজ আমরা মানসিক চাপ সামলাতে ব্যর্থ হয়েছি।“
ম্যাচ হেরে ইংল্যান্ড ওপেনারদের প্রাপ্য কৃতিত্ব জানাতে ভোলেন নি ভারত অধিনায়ক। তিনি বলেন, “ইংল্যান্ডের প্লেয়ারদের কৃতিত্ব দিতেই হয়, দারুণ খেলেছে ওরা। ইনিংসের শুরুর দিকে খানিক স্যুইং পাচ্ছিলো বোলার’রা।
দিনটা আমাদের ছিলো না, কি আর করা যাবে!” নিজেদের বিশ্বকাপ অভিযান নিয়ে মন্তব্য করতে গিয়ে রোহিত জানান প্রথম ম্যাচ থেকেই দুর্দান্ত ক্রিকেট খেলেছে দল। ” আমাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে জিতেছিলাম, আমাদের মানসিক কাঠিন্যের একটা উদাহরণ ছিলো সেটা।” বাংলাদেশ ম্যাচ নিয়ে জানান, ” ৯ ওভারে ৮৫ রান আটকান সহজ ছিলো না। এই মাঠেই সেদিন করেছিলাম আমরা।
অ্যাডিলেডে মাঠের কোনদিক থেকে রান করা যায়, জানা ছিলো আমাদের। স্ট্র্যাটেজিও ঠিকই ছিলো, কিন্তু আজ তা কাজ করে নি আর। “ সাজঘরে ফেরার আগে হতাশ অধিনায়কের শেষ উক্তি, “ পরিকল্পনা যখন রূপায়ন করতে পারা যায় না, বিপদে পড়তেই হয়।” ১০ উইকেটে হেরে বিশ্বকাপ স্বপ্ন শেষ ভারতের। পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে কারা ট্রফি নিয়ে দেশে ফেরে, সেদিকে তাকিয়ে এখন গোটা বিশ্ব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: লাইভ দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- নকল অ্যাপ, ভুয়া ব্রোকারেজ: শেয়ারবাজারের বড় প্রতারণা উন্মোচন
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: বাংলাদেশের দাপট, লাইভ দেখুন এখানে
- সরকারি কর্মীদের জন্য সুখবর: নতুন পে-স্কেল, কার কত বেতন বাড়বে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: বাংলাদেশ একাদশে ৪ পরিবর্তন
- বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করলো ৮ কোম্পানি
- শেয়ারবাজারে নতুন মোড়: ফিরছেন বিদেশি বিনিয়োগকারীরা!
- শেষ বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, জানুন ফলাফল
- পে-স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সুখবর দিলেন অর্থ উপদেষ্টা
- বাংলাদেশ কে লড়াকু টার্গেট দিল আফগানিস্তান
- উদ্যোক্তা পরিচালকের ১ কোটি ২০ লাখ শেয়ার বিক্রি: বিনিয়োগকারীদের আস্থা কি ঝুঁকিতে?
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: ব্যাটিংয়ে বাংলাদেশ, লাইভ দেখুন এখানে
- আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ একাদশে ৪ পরিবর্তন