ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

ফিফা ঘোষিত কাতার বিশ্বকাপে থাকছে রেকর্ড পরিমাণ প্রাইজমানি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ নভেম্বর ১৩ ২১:০৪:৪৬
ফিফা ঘোষিত কাতার বিশ্বকাপে থাকছে রেকর্ড পরিমাণ প্রাইজমানি

আগামী ২০ নভেম্বর স্বাগতিক কাতার ও ইকুয়েডর ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। আসন্ন এই বিশ্বকাপকে সামনে রেখে রেকর্ড পরিমাণ প্রাইজমানি নিয়ে হাজির হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফিফা জানিয়েছে, এবারের বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের জন্য কোনো প্রাইজমানি নেই। তবে শেষ ষোলো নিশ্চিত করা প্রত্যেক দলকে দেওয়া হবে প্রাইজমানি। আর প্রাইজমানির অর্থের পরিমাণ শুনলে যে কারও চোখ কপালে উঠবে।

ফিফা ঘোষিত প্রাইজমানিতে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৪০৪ কোটিরও বেশি টাকা। যেখানে রানার্সআপ পাবে প্রায় ২৯০ কোটি টাকা। তৃতীয় ও চতুর্থ স্থান পাওয়া দল পাবে যথাক্রমে ২৬০ ও ২৪০ কোটি টাকা।

এছাড়া কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া চার দল পাবে প্রায় ১৬৪ কোটি টাকা করে। শেষ ১৬ নিশ্চিত করা দলগুলোও পাবে বিপুল অঙ্কের প্রাইজমানি। বাংলাদেশি মুদ্রায় যা ১২৪ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা করে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ