ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

দুই তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে ভারতের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ নভেম্বর ১৫ ০৯:৩৭:৪২
দুই তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে ভারতের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড

ট্রেন্ট বোল্ট

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দুই সংস্করণেই ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। যার মধ্যে ১১ জন ক্রিকেটার আছেন দুই সংস্করণের স্কোয়াডেই। শুধু টি-টোয়েন্টি দলে আছেন ইস সোধি ও ব্লেয়ার টিকনার। অপরদিকে, শুধু ওয়ানডে দলে আছেন টম ল্যাথাম ও ম্যাট হেনরি।

নিউজিল্যান্ডের এই স্কোয়াডের বড় চমক বোল্টের বাদ পড়া। বোল্টকে বিশ্রাম দেওয়া হয়নি, বাদ দেওয়া হয়েছে বলেই সরাসরি জানানো হয়েছে। অপরদিকে, বেশ কয়েক সিরিজ ধরেই ফর্মহীনতায় ভুগতে থাকা গাপটিলও বাদ পড়েছেন। বিশ্বকাপে আটটি উইকেট পেয়েছিলেন বোল্ট। অপরদিকে, ম্যাচ খেলার সুযোগই পাননি গাপটিল।

বোল্টকে বাদ দেওয়ার ব্যাপারে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, কেন্দ্রীয় চুক্তি থেকে বোল্ট সরে দাঁড়ানোর জন্যই তাকে বাদ দেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন, যে ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তি তালিকায় আছে কিংবা নিয়মিত ঘরোয়া ক্রিকেটে খেলে, বোল্টের বদলে তাদেরকে সুযোগ দেওয়া হবে। পারফরম্যান্সের কারণেই যে গাপটিলকে বাদ দেওয়া হয়েছে তাও নিশ্চিত করেছেন স্টিড। ফলে দুইজনেরই আবার জাতীয় দলে ফেরা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

উল্লেখ্য, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে শুক্রবার (১৮ নভেম্বর)। তারপর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৩০ নভেম্বর তৃতীয় ওয়ানডের মাধ্যমে শেষ হবে এই লড়াই। নিউজিল্যান্ড পূর্ণ শক্তির দল নিয়ে খেললেও ভারত প্রথম সারির ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে। এই সফরে টি-টোয়েন্টিতে হার্দিক পান্ডিয়া ও ওয়ানডেতে শিখর ধাওয়ান ভারতকে নেতৃত্ব দিবেন।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), লকি ফার্গুসন, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইস সোধি, ব্লেয়ার টিকনার।

ওয়ানডে স্কোয়াড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ল্যাথাম (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি টিম সাউদি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ