ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

মাঠে নামছে সেনেগাল বনাম ইকুয়েডর, দেখেনিন একাদশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ নভেম্বর ২৯ ১৫:৩২:৫৮
মাঠে নামছে সেনেগাল বনাম ইকুয়েডর, দেখেনিন একাদশ

সেনেগাল সমর্থকরা প্রত্যাশা করছেন, জয়ের জন্য ফামারা দিদিইউ, বোলায়ে দিয়া নিজেদের সর্বোচ্চ খেলাটাই উপহার দেবেন। মাঝমাঠে সমর্থকদের বিশেষ নজরে থাকবেন ইদ্রিসা গানা গুয়ে, নামপালিস মেন্ডিরা। রক্ষণভাগের দায়িত্ব সামলাবেন কালিদু কৌলুবালি ও ইউসুফ সাবালিরা। এক্ষেত্রে ৪-৪-২ ফরমেশনে খেলতে পারে।

মরুর বুকে প্রথম বিশ্বকাপে তিন গোল করেছেন ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়া। আছেন কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতাদের তালিকার শীর্ষে। তাই নকআউট পর্বে উঠার বাঁচা-মরার ম্যাচে তার লক্ষ্য থাকবে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা। তাকে সঙ্গে দেবেন গনসালো প্লাতা ও জেরেমি সারমিয়েন্তো। এ ম্যাচে ৩-৪-২-১ ফরমেশনে খেলতে পারে আফ্রিকান দলটি।

শুরুর সম্ভাব্য একাদশ

সেনেগাল : এডুয়ার্ড মেন্ডি (গোলরক্ষক), কালিদু কৌলিবালি, আব্দু দিয়ালো, ইসমাইল জ্যাকবস, ইউসুফ সাবালি, ফর্মোজ মেন্ডি, পাপে গুয়ে, বোলায়ে দিয়া, পাপে মাতার সার, ফামারা দিদিইউ, বাম্বা দিয়েং

ইকুয়েডর : হার্নান গালিন্দেজ (গোলরক্ষক), জ্যাকসন পোরোজো, পিয়েরো হিনকাপি, ফেলিক্স তরেস, আইরতন প্রিসিয়াডো, পারভিস এস্তুপিনান, ময়েসেস ক্যাসেদো, হোসে সিফুয়েন্তেস, এনার ভ্যালেন্সিয়া, গনসালো প্লাতা, জেরেমি সারমিয়েন্তো।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ