ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

মেসিকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন পোল্যান্ড কোচ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ নভেম্বর ৩০ ১৪:৪২:১০
মেসিকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন পোল্যান্ড কোচ

পোল্যান্ড কোচ বরং আর সবার মতো কৌশলেই এগোতে চান। তিনি বলেন, ‘মেসির চারপাশে খেলোয়াড় রাখতে হবে, কেননা সে যদি ফাঁকা পেয়ে যায় তবে সহজেই গোল করে ফেলবে। একজন খেলোয়াড় মেসিকে আটকাতে পারবে না। আমাদের কয়েকজন তার চারপাশে রাখতে হবে।’

এভাবে মেসিকে ঘিরে রেখেও উপায় হবে কিনা, সেটি নিয়ে সন্দিহান পোল্যান্ড কোচ। মিখনিয়েভিচ বলেন, ‘পুরো বিশ্বই বছরের পর বছর চিন্তা করছে, মেসিকে কি করে আটকানো যায়। তারপরও সে গোলের পর গোল আর অ্যাসিস্ট করে যাচ্ছে। আমার মনে হয় না, আমরা কখনও এই প্রশ্নের চূড়ান্ত উত্তর খুঁজে পাব।’

অনেকেই মনে করছেন, আর্জেন্টিনা-মেক্সিকোর লড়াইটা আদতে হবে মেসি আর লেওয়ানডস্কির লড়াই। তবে পোলিশ কোচ সেটা মানতে রাজি নন। তিনি বলেন, ‘এটা তো টেনিস না যে লড়াইটা শুধু মেসি-লেওয়ানডস্কির হবে। রবার্টেরও (লেওয়ানডস্কি) সতীর্থর সাহায্য লাগবে, মেসিরও। আমরা এই গ্রেট স্ট্রাইকারদের ওপর নির্ভর করি, তবে তারা একা জেতাতে পারবে না।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ