ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

হাফ সেঞ্চুরি করলেন শান্ত, দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ০১ ১৫:৫৮:০৫
হাফ সেঞ্চুরি করলেন শান্ত, দেখেনিন সর্বশেষ স্কোর

৩৫৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। ভারতের পাহাড়সম লিডের নিচে দাঁড়িয়ে ঠান্ডা মাথায় ব্যাটিং করছেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান। লম্বা সময় ধরে রান খরায় ভুগতে থাকা জয় এদিন ভালো শুরু পেয়েছেন।

তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি এই তরুণ ওপেনার। ২১ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। তার বিদায়ে ৭১ রানের উদ্বোধনী জুটি ভেঙ্গেছে।

জয়ের বিদায়ের পর শক্ত হাতে দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত এবং জাকির। দুইজনই হাফ-সেঞ্চুরি তোলে নিয়েছেন। ওপেনার জাকিরের পর ১০৪ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছেন শান্ত।

৫৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ১৫৭ রান। ৯ উইকেটে হাতে নিয়ে ভারতের চেয়ে এখনও ১৯৬ রানে পিছিয়ে আছে মোহাম্মদ মিথুনের দল। জাকির ৭৪ রানে অপরাজিত আছেন।

সংক্ষিপ্ত স্কোর- (তৃতীয় দিন)

বাংলাদেশ 'এ' দল (১ম ইনিংস): ১১২/১০ (৪৫ ওভার) (মোসাদ্দেক ৬৩, শান্ত ১৯; সৌরভ ৪/২৩)

ভারত 'এ' দল (১ম ইনিংস): ৪৬৫/৫ (১৩২ ওভার) (জয়সাওয়াল ১৪৫, ঈশ্বরন ১৪২)

বাংলাদেশ 'এ' দল (২য় ইনিংস): ১৯৬/১ (৩০ ওভার) (জাকির ৭৪*,শান্ত ৫০*)

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ