ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

আইপিএলে আইপিএলে আকাশ ছোয়া মুল্যে সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ১৩ ২১:০১:৪৩
আইপিএলে আইপিএলে আকাশ ছোয়া মুল্যে সাকিব

নিলামে সাকিবের ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ রুপি (প্রায় ১ কোটি ৮৮ লাখ টাকা)। লিটন, তাসকিন ও আফিফের ক্ষেত্রে সেটি ৫০ লাখ রুপি (প্রায় ৬২ লাখ ৬৩ হাজার টাকা)।

১ ডিসেম্বর মোট ৯৯১ জন খেলোয়াড়কে আইপিএলের পরবর্তী নিলামের প্রাথমিক তালিকায় রাখার ঘোষণা দিয়েছিল বিসিসিআই। সেখানে বিদেশি ক্রিকেটার ছিলেন ২৭৭ জন। জানা গেছে, নিলামের চূড়ান্ত তালিকায় থাকা চারজন ছাড়াও আগের তালিকায় ছিলেন শরীফুল ইসলাম ও নাসুম আহমেদ। তবে ৪০৫ জনের চূড়ান্ত তালিকায় তাঁদের নাম নেই।

বিসিসিআই জানিয়েছে, শুরুতে ১০ দল ৩৬৯ জনের সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত করেছিল। এরপর দলগুলোর অনুরোধে আনা হয়েছে আরও ৩৬ জনকে। এ ৪০৫ জন ক্রিকেটারকে নিয়ে আইপিএলের পরবর্তী আসরের নিলাম অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর কোচিতে।

নিলামের চূড়ান্ত তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে ২৭৩ জন স্থানীয়। বাকি ১৩২ জন বিদেশি ক্রিকেটার, যাঁদের মধ্যে চারজন সহযোগী দেশগুলোর। তালিকায় ৪০৫ জন ক্রিকেটারের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ১১৯ জন।

১০টি দল নিলাম থেকে নিতে পারবে সর্বোচ্চ ৮৭ জন ক্রিকেটারকে। তবে নিলামে দল পাবেন সর্বোচ্চ ৩০ জন বিদেশি ক্রিকেটার। এবার নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি, যে তালিকায় আছেন ১৯ জন বিদেশি ক্রিকেটার। ১ কোটি ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে সাকিব ছাড়াও আছেন ১১ জন ক্রিকেটার।

আইপিএলের সর্বশেষ আসরে অবিক্রীত থেকে গিয়েছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ