ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

দ্রুততম গোল করে বিশ্ব রেকর্ড গড়লেন মুয়ানি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ১৫ ০৯:৫৭:২৭
দ্রুততম গোল করে বিশ্ব রেকর্ড গড়লেন মুয়ানি

মাঠে নামার সময় হয়ত কল্পনাতেও ভাবেননি ইতিহাসের পাতায় নাম লেখাতে যাচ্ছেন র‌্যান্ডাল কলো মুয়ানি। বিশ্বকাপের মঞ্চে অভিষেক গোল করেই বিরল এক রেকর্ডের পাশে নিজের নাম লিখিয়েছেন এইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টের এই স্ট্রাইকার।

ফিফা বিশ্বকাপের ২২তম আসরের ফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কোর বিপক্ষে মাঠে নামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। দোহার আল বায়েত স্টেডিয়ামে ১-০ গোলে এগিয়ে ছিল ফ্রান্স। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৭৯তম মিনিটে ডেম্বেলের পরিবর্তে কোচ দিদিয়ের দেশম মুয়ানিকে মাঠে নামান। মাঠে নেমে মাত্র ৪৪ সেকেন্ড সময় কাটিয়ে বলে টাচ পর্যন্ত করতে পারেননি।

এমন সময়ই মরক্কোর কয়েকজন ডিফেন্ডারকে পাশ কাটিয়ে ডি-বক্সে প্রবেশ করেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু গোলের লক্ষ্যে নেওয়া তার ক্রসিং শট সামনে থাকা এক ডিফেন্ডারের গায়ে লাগে। ফলে বল গড়িয়ে চলে যায় ডানপ্রান্তের বক্সের কাছে। এমন সময় সেখানেই পজিশন নিয়ে দাঁড়িয়েছিলেন সদ্য মাঠে নামা মুয়ানি।

তখন পর্যন্ত বলে একবারও পা স্পর্শ করতে না পারা ২৪ বছর বয়সী এই স্ট্রাইকারের প্রথম টাচটিই জড়িয়ে যায় মরক্কোর জালে। পুরো বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স দেখানো মরক্কো সেরা গোলরক্ষক ইয়াসিন বোনোর এই দৃশ্য শুধু দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।

এই গোল করে ২-০ ব্যবধানে ফ্রান্সকে বিশ্বকাপের ফাইনালে তুলতে সাহায্য করার সঙ্গে ইতিহাসে পাতায় নাম লেখান মুয়ানি। পরিবর্তিত খেলোয়াড় হিসেবে মাঠে নেমে বিশ্বকাপে তৃতীয় দ্রুততম গোলের রেকর্ড করলেন তিনি।

এই তালিকায় সবার উপরের নামটি উরুগুয়ের রিচার্ড মোরালেস। ২০০২ জাপান-কোরিয়া বিশ্বকাপে সেনেগালের বিপক্ষে রিবর্তিত খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই ১৬ সেকেন্ডের মধ্যে গোল করেন তিনি।

দ্বিতীয় দ্রুততম গোলটি ১৯৯৮ বিশ্বকাপে করেন ডেনমার্কের ইবে সান্ডে। সেবার নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে ২৬ সেকেন্ডের মাথায় গোল করেন তিনি। এবার র‌্যান্ডাল কলো মুয়ানি নিজের অভিষেক গোল করলেন ৪৪ সেকেন্ডে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ