ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ১৫ ১৫:০০:৪৩
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর

ভারতের ৪০৪ রানের জবাবে ইনিংস উদ্বোধন করতে নামেন জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত। প্রথম বলেই আউট হন শান্ত। মোহাম্মদ সিরাজের বলে টোকা দিয়ে উইকেটরক্ষকের তালুবন্দী হন এই বাঁহাতি ব্যাটার।

চতুর্থ ওভারেই বোল্ড হন ইয়াসির আলি। তার ব্যাটের কোনায় বল লাগে এবং তা স্টাম্পে আঘাত হেনে লেগ স্টাম্প উড়ে যায়। তিনে ব্যাট করতে নেমে ১৭ বলে ৪ রান করে বিদায় নেন ইয়াসির। তারপর ক্রিজে আসেন লিটন দাস।

তবে লিটন ও জাকির সাবলীলভাবেই খেলছেন ভারতীয় বোলারদের। চারের ফুলঝুরি দেখা গেছে তাদের ব্যাটে। চা বিরতির পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৭ রান। খেলা হয়েছে ১০ ওভার। জাকির ও লিটনের ব্যাট থেকে চার এসেছে মোট সাতটি। লিটন পাঁচটি ও জাকির দুইটি। জাকির ১৬ বলে ৯ রান ও লিটন ২৬ বলে ২৪ রানে অপরাজেয় আছেন।

তার আগে ভারত অলআউট হয় ৪০৪ রানে। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৯০ রান করেন চেতেশ্বর পুজারা। শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে আসে ৮৬ রান। রবিচন্দ্রন অশ্বিন ৫৮ ও কুলদীপ যাদব করেন ৪০ রান। দলের সবচেয়ে বড় তারকা বিরাট কোহলি করেছিলেন ৫ বলে ১ রান।

বাংলাদেশের পক্ষে চারটি করে উইকেট নেন দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। দুই পেসার খালেদ আহমেদ ও এবাদত হোসেন নেন একটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর (চা বিরতি পর্যন্ত)

ভারত ৪০৪/১০ (পুজারা ৯০, শ্রেয়াস ৮৬, অশ্বিন ৫৮, কুলদীপ ৪০; মিরাজ ৪/১১২, তাইজুল ৪/১৩৩)

বাংলাদেশ ৪৫/৩ (মুশফিক ৪*, লিটন ২৪, জাকির ১৩*, ইয়াসির ৪, শান্ত ০)

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ