ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

ম্যাচ শেষে কোনো অজুহাতি দিতে রাজি নন সাকিব আল হাসান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ১৮ ১২:৪৬:২২
ম্যাচ শেষে কোনো অজুহাতি দিতে রাজি নন সাকিব আল হাসান

টস জিতে আগে ব্যাটিং করে প্রথম ইনিংসেই ৪০৪ রানের বিশাল সংগ্রহ করে ভারত। জবাবে বাংলাদেশ গুঁটিয়ে যায় মাত্র ১৫০ রানে। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির দেখা পান দুই ভারতীয় ব্যাটার শুভমান গিল ও চেতেশ্বর পূজারা।

দুজনের সেঞ্চুরিতে ভারত তোলে ২৫৮ রান। বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৫১৩ রানের। এবারও লড়াই চালাতে ব্যর্থ হয় বাংলাদেশ। পঞ্চম দিন সকালের মধ্যে ৩২৪ রানে থেমে যায় তারা।

ম্যাচ শেষে সাকিব বলেন, ‘ব‌্যাটিংয়ের জন‌্য ভালো উইকেট ছিল কিন্তু আমরা ভালো ব‌্যাটিং করতে পারিনি (প্রথম ইনিংসে) । ৫-৬ মাস পর টেস্ট খেলা অবশ‌্যই আদর্শ না কিন্তু এটা কোনো অজুহাত হতে পারে না। ভারতকে ক্রেডিট দিতে হবে তারা যেভাবে বোলিং করেছে। তারা জুটি গড়ে বোলিং করে চাপ তৈরি করেছে।’

‘আমাদেরকে টেস্টের পাঁচদিনই ভালো ক্রিকেট খেলতে হবে। ভারতের বিপক্ষে ফল পাওয়ার জন‌্য আমাদেরকে অবশ‌্যই চারটি বিশেষ ইনিংস খেলতে হবে।’

ম্যাচটিতে বাংলাদেশের একমাত্র অর্জন জাকির হাসানের সেঞ্চুরি। তরুণ এই ওপেনার করেন ২২৪ বলে ১০০ রান। ইনিংসে ছিল ১৩টি চার ও একটি ছক্কার মার। জাকিরকে শুভকামনা জানাতে ভোলেননি সাকিব।

তিনি আরও বলেন, ‘সে (জাকির) ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেছে সেজন‌্য তাকে নেয়া হয়েছে। আশা করছি বাংলাদেশের হয়ে আরও সেঞ্চুরি করবে সে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ