ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

বিশ্বকাপ জিতলো মেসির আর্জেন্টিনা যা বললেন পেলে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ১৯ ১০:৩০:২৪
বিশ্বকাপ জিতলো মেসির আর্জেন্টিনা যা বললেন পেলে

লে আলবিসেলেস্তেরা ২২তম আসরের বিশ্বকাপের ট্রফি জয়ের পর ‘কালো মানিক’ খ্যাত পেলে তার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোষ্ট করে মেসি ও তার দল আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়েছেন।

পোষ্টে তিনি লিখেছেন, ‘সবসময়ের মতো রোমাঞ্চকরভাবে আজ ফুটবল তার (মেসি) গল্প বলাটা চালিয়ে যাবে। এবার মেসি প্রথম বিশ্বকাপ জিতেছে। তার ক্যারিয়ার ঠিক যেভাবে এগোচ্ছিল, তাতে সে এটার যোগ্যই ছিল।’

তবে কেবল একা মেসির প্রশংসা করেই ক্ষান্ত হননি ৮২ বছর বয়সী পেলে। ফাইনালে হ্যাটট্রিক করা ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেরও ভূয়সী প্রশংসা করেছেন বিশ্বকাপে সর্বকনিষ্ঠ এই গোলদাতা।

এমবাপ্পেকে বন্ধু উপাধি দিয়ে পেলে লিখেছেন, ‘আমার বন্ধু এমবাপ্পে, তুমি ফাইনালে ৪ গোল করেছ। আমাদের খেলাটায় এমন কিছু অসাধারণ।’

প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে পৌঁছানোর জন্য পেলেও মরক্কোকেও অভিনন্দন জানান। সেই সাথে প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনাকে স্মরণ করে তার বার্তা শেষ করেন।

শেষ বার্তায় পেলে বলেন, ‘বিশ্বকাপে নিজেদের অবিশ্বাস্য প্রচারণার জন্য মরক্কোকে অভিনন্দন জানাতে ভুলতে পারিনা। আফ্রিকার ফুটবলের উজ্জ্বলতা দেখে দারুণ লাগছে। আর্জেন্টিনাকে অভিনন্দন! অবশ্যই ডিয়াগো এখন হাসছে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ