ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

দ্বিতীয় টেস্টে গ্যালারি থেকে লোহার গ্রিল পেরিয়ে মাঠে ঢুকে সাকিবকে ভক্তের কুর্নিশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ২৩ ২০:৩৭:২৯
দ্বিতীয় টেস্টে গ্যালারি থেকে লোহার গ্রিল পেরিয়ে মাঠে ঢুকে সাকিবকে ভক্তের কুর্নিশ

ঘরের মাঠে ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করছিল ভারতীয় দল। কিন্তু ম্যাচের ৬৮তম ওভারের আগমুহূর্তে এই ঘটনা ঘটে। সেই ওভার করার জন্য বল হাতে প্রস্তুতি নিচ্ছিলেন মিরাজ আর ক্রিজে ছিলেন রিশাভ পান্ত।

পয়েন্টে ফিল্ডিং করছিলেন সাকিব আল হাসান। মিরপুরের পূর্ব গ্যালারির নিরাপত্তা প্রাচীর পেরিয়ে মাঠে ঢুকে পড়েন ওই তরুণ। দৌড়ে সাকিবের কাছে চলে আসেন ওই তরুণ। কিন্তু টাইগার অধিনায়ক কোনো প্রতিক্রিয়া দেখানোর আগেই নিরাপত্তা কর্মীরা ওই তরুণকে মাঠের বাহিরে নিয়ে যায়।

তবে বাংলাদেশের মাঠে খেলা চলাকালীন দর্শক ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। ২০১৯ সালে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষেও মাঠে ঢুকে পড়েছিলেন এক দর্শক। ওই সময় সাকিবকে ফুলেল শুভেচ্ছা জানান ওই দর্শক। এ ছাড়া মিরপুরে বিপিএলে মাশরাফি বিন মোর্ত্তজাকে মাঠে ঢুকে জড়িয়ে ধরেছিলেন এক দর্শক।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ