ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

বিপিএলের পূর্ণাঙ্গ সময় সূচি ঘোষণা করলো বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ২৪ ১৯:৫৮:০৫
বিপিএলের পূর্ণাঙ্গ সময় সূচি ঘোষণা করলো বিসিবি

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল। ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকায় চলবে প্রথম পর্বের খেলা। এরপর বিপিএলের দলগুলো পাড়ি জমাবে চট্টগ্রামে। দুইদিনের বিরতি দিয়ে ১৩ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্বের খেলা। চট্টগ্রাম পর্ব শেষ হবে ২০ জানুয়ারি।

এরপর দুদিনের জন্য আবারও ঢাকায় ফিরবে বিপিএল। ২৩ ও ২৪ জানুয়ারি খেলা শেষে ২৭ জানুয়ারি থেকে মাঠে গড়াবে সিলেট পর্বের খেলা। এই পর্বের খেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এরপর বিপিএলের বাকি সব ম্যাচই ঢাকাতে হবে।

১২ ফেব্রুয়ারি এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ারের ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচটি ১৪ ফেব্রুয়ারি। এরপর ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। শেষ চারের প্রতিটি ম্যাচ ও ফাইনালের জন্য একদিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে সূচিতে।

বিপিএলের পূর্ণাঙ্গ সূচি-

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ