ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

অস্ট্রেলিয়ার ১৭ বছরের অপেক্ষার অবসান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ৩০ ১১:৫৪:৩৪
অস্ট্রেলিয়ার ১৭ বছরের অপেক্ষার অবসান

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্ট জয়ের সাথে প্রোটিয়াদের বিপক্ষে দীর্ঘদিনের এক আক্ষেপ মিটিয়েছে অস্ট্রেলিয়া। তাদের বিপক্ষে ১৭ বছর ধরে ঘরের মাটিতে সিরিজ জিততে না পারার অপেক্ষা অবশেষে শেষ হয়েছে কোচ অ্যান্ড্রু ম্যাকডোনান্ডের দলের।

২০০৫-০৬ মৌসুমে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। এরপর ১৭ বছরে কয়েক প্রজন্ম তিনটি সিরিজ খেলেও দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়েছিল। অবশেষে ঘরের মাঠে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে সিরিজ জয়ের দেখা পেল তারা।

শুধু তাই নয়, এই ম্যাচে অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক হিসেবে দীর্ঘ ৯ বছর পর প্রথম সেঞ্চুরির দেখা পেলেন অ্যালেক্স ক্যারে। ক্যারিয়ারের ১৪তম টেস্টে এসে নিজের অভিষেক সেঞ্চুরির দেখা পেলেন বাঁহাতি এই ব্যাটার। তার আগে সর্বশেষ ২০১৩ সালে অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে উইকেটরক্ষক হিসেবে সেঞ্চুরি করেছিলেন ব্র্যাড হ্যাডিন।

প্রসঙ্গত, দুই দলের সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচ আগামী ৪ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে। এই ম্যাচে জয় পেলে আফ্রিকার দেশটিকে হোয়াইটওয়াশের স্বাদও দিবে অজিরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ