ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

ইতিহাস গড়ার ম্যাচে নেই স্টার্ক-গ্রিন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ৩০ ১২:৩৯:৪০
ইতিহাস গড়ার ম্যাচে নেই স্টার্ক-গ্রিন

আঙুলের ইনজুরির কারণে শেষ টেস্ট থেকে আগেই ছিটকে গেছেন গ্রিন এবং স্টার্ক। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট খেলতে গিয়ে দুজনই আহত হন ভিন্ন ভিন্ন সময়ে। শেষ টেস্টের আগে তাই অজি স্কোয়াডে দেখা গেল পরিবর্তন।

১৪ সদস্যের এই দলে নতুনভাবে ডাক পেলেন অ্যাস্টন অ্যাগার ও ম্যাট রেনশ। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেই জাতীয় দলে পুনরায় ফিরলেন এই দুই ক্রিকেটার।

সিডনির কন্ডিশন বিবেচনা করে দুই স্পিনার খেলাতে পারে অজিরা। এ কারণেই নাথান লায়নের পাশে অ্যাগারকে দলে ভেড়াল তারা। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার হয়ে শেষবার টেস্ট খেলেছিলেন অ্যাগার।

এদিকে অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ১১ টেস্ট খেলা রেনশ শেষবার টেস্ট খেলেছিলেন ২০১৮ সালে। অস্ট্রেলিয়ার হয়ে ওপেন না করতে পারলেও মিডল অর্ডার ব্যাটার হিসেবেই তাকে দলে নিয়েছে অজিরা।

অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে দারুণ পারফর্ম করেছেন রেনশ। মিডল অর্ডারে নেমে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে সম্প্রতি ডাবল সেঞ্চুরিও করতে দেখা গেছে তাকে।

স্টার্কের বদলে অবশ্য নতুন কোনও পেসারকে দলে ভেড়ায়নি অজিরা। আগে থেকেই স্কোয়াডে থাকা ল্যান্স মরিসের অভিষেক ঘটতে পারে আসন্ন সিডনি টেস্টেই।

সিডনি টেস্টের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড- প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, মার্কাস হ্যারিস, জস হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, উসমান খাওয়াজা, মারনাস ল্যাবুশেন, নাথান লায়ন, ল্যান্স মরিস, ম্যাট রেনশ, স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ