ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

সেরা পাঁচ টি-টোয়েন্টি ব্যাটারের নাম ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ০১ ১১:৪৬:২৬
সেরা পাঁচ টি-টোয়েন্টি ব্যাটারের নাম ঘোষণা

বিদায়ী বর্ষ ২০২২ সালে ব্যাটারদের পারফরম্যান্স বিবেচনা করে সেরা পাঁচ জন ক্রিকেটারের তালিকা তৈরি করেছেন আকাশ চোপড়া। আকাশের তালিকায় প্রথমস্থানে জায়গা পেয়েছেন ভারতের সূর্যকুমার যাদব। সূর্য এ বছর ব্যাট হাতে যে কারিশ্মা দেখিয়েছেন তাতে তারই শীর্ষে থাকার কথা ছিল। এই ডানহাতি ব্যাটার এ বছর হাজারের অধিক রান করেছেন। গড় ও স্ট্রাইকরেটও ছিল আকাশচুম্বী।

আকাশের এই তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান। এই পাকিস্তানি ওপেনার টানা দ্বিতীয়বারের মতো হাজার রান হাতছাড়া করেছেন অল্পের জন্য। ২০২২ সালে রিজওয়ান সংগ্রহ করেছেন ৯৯৬ রান। তবে রিজওয়ানের স্ট্রাইকরেট ছিল প্রায় ১২৩।

তালিকায় তৃতীয় স্থানে আছেন বিরাট কোহলি। কোহলি ২০ ম্যাচে করেছেন ৭৮১ রান। তার গড় প্রায় ৫৬ ও স্ট্রাইকরেট ১৩৮.২৩। বছরের শুরু থেকেই টি-টোয়েন্টি দলে কোহলির জায়গা নিয়ে নানান সমালোচনা চলছিল। তবে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহ করে সমালোচকদের মুখ বন্ধ করে দেন কোহলি। আকাশও তার ব্যাখ্যায় বলেন, কোহলি যে এভাবে ঘুরে দাঁড়াবে তা কেউ ভাবতে পারেননি!

আকাশের তালিকায় চতুর্থস্থানে জায়গা পেয়েছেন সিকান্দার রাজা। এই জিম্বাবুইয়ান অলরাউন্ডার ব্যাট হাতে ৭৩৫ রান করেছেন। পাঁচে নিউজিল্যান্ডের ডেভন কনওয়েকে রেখেছেন আকাশ। ১২২.৪১ স্ট্রাইকরেটে কনওয়ের সংগ্রহ ৫৬৮ রান। অপরদিকে, বাবর ১২৩.৩২ স্ট্রাইকরেটে করেছেন ৭৩৫ রান। তবুও বাবরকে এই তালিকায় রাখেননি আকাশ। তবে বাবরের স্ট্রাইকরেট যেখানে ৩২, কনওয়ের ৪৭।

আকাশ জানিয়েছেন স্ট্রাইকরেটের কারণেই বাবরকে এই তালিকায় রাখেননি তিনি। কনওয়েকে নিয়েও বড় কথা বলেছেন আকাশ। তার মতে কনওয়ে যদি আরো বেশি ম্যাচ খেলতে পারতেন, তাহলে হয়ত সূর্যকুমারকেও ছাপিয়ে যেতে পারতেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ